ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেয়ার দর বাড়ার শীর্ষে ট্রাস্ট ব্যাংক

প্রকাশিত: ০৮:৪২, ১৭ মে ২০১৯

 শেয়ার দর  বাড়ার শীর্ষে  ট্রাস্ট ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৫৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ট্রাস্ট ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বুধবার ট্রাস্ট ব্যাংকের শেয়ার দর ছিল ২৮.৪০ টাকায়। বৃহস্পতিবার লেনদেন শেষে এর দর দাঁড়ায় ৩১.২০ টাকায়। অর্থাৎ এদিন কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ট্রাস্ট ব্যাংক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৭.৮৪ শতাংশ, ব্যাংক এশিয়ার ৬.৪৮ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৬.২৩ শতাংশ, আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচুয়াল ফান্ডের ৫.৪৫ শতাংশ, দেশ গার্মেন্টসের ৪.৯৮ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪.৯৬ শতাংশ, ঢাকা ব্যাংকের ৪.৩৪ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৪.০৮ শতাংশ এবং ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৯৬ শতাংশ বেড়েছে।
×