ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়া বিএনপি অফিসে তালা

প্রকাশিত: ১৩:২৩, ১৬ মে ২০১৯

 বগুড়া বিএনপি  অফিসে  তালা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ কেন্দ্র থেকে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিভাজিত আরেক অংশের নেতা-কর্মী-সমর্থকরা বুধবার রাত সাড়ে আটটার দিকে জেলা বিএনপির কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। এরপর তারা আহ্বায়ক কমিটির বিরুদ্ধে নগরীর নবাববাড়ি রোডের জেলা বিএনপি অফিসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এর আগে তারা অফিসের ভেতর রাখা ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনকণ্ঠসহ কয়েকটি পত্রিকার ফাইল বের করে এনে অফিসের সামনে আগুন লাগিয়ে দেয়। বগুড়া বিএনপিতে বিএনপির দুটি গ্রুপ এখন দৃশ্যমান। একটি গ্রুপের নেতৃত্বে আছেন বিলুপ্ত কমিটির সভাপতি ভিপি সাইফুল ইসলাম। আরেকটি গ্রুপে হেলালুজ্জামান তালুকদারের নেতৃত্বে সিনিয়র নেতা-কর্মীগণ। আহ্বায়ক কমিটি ঘোষিত হয়েছে সিনিয়র নেতাদের নিয়ে। আহ্বায়ক করা হয়েছে গোলাম মোহাম্মদ সিরাজকে। কমিটির ঘোষণা আসার পরই থমথমে অবস্থা বিরাজ করে। রাতেই ৩০/৩৫ জনের একদল কর্মী যারা সাইফুল গ্রুপের সদস্য হিসেবে পরিচিত তারা বিএনপি অফিসের গেটে বড় তালা ঝুলিয়ে স্লোগান দিতে থাকে। এর আগে গত এপ্রিলে সাইফুল গ্রুপ বিএনপি অফিসে তালা ঝুলিয়ে দেয়। পুনরায় তালা খোলা হয়।
×