ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোঃ আনোয়ার হোসেন;###;বি.এস.সি (অনার্স), এম.এস.সি (১ম শ্রেণি, রসায়ন),;###;সহকারী শিক্ষক,;###;দেলুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়,;###;আদমদীঘি, বগুড়া।;###;মোবাইল : ০১৭২৪৬২৩৭৮৭

জীবনের জন্য পানি পঞ্চম শ্রেণির পড়াশোনা -বিষয় ॥ প্রাথমিক বিজ্ঞান

প্রকাশিত: ১০:৪৪, ১৬ মে ২০১৯

 জীবনের জন্য পানি পঞ্চম শ্রেণির পড়াশোনা -বিষয় ॥ প্রাথমিক বিজ্ঞান

প্রশ্ন ১। পানির তিনটি প্রাকৃতিক উৎসের নাম লেখ। উত্তর : বৃষ্টি, নদী, সমুদ্র। প্রশ্ন ২। উদ্ভিদ দেহের কত ভাগ পানি? উত্তর : প্রায় ৯০ ভাগ। প্রশ্ন ৩। প্রাণি দেহের কত ভাগ পানি? উত্তর : ৬০ - ৭০ ভাগ। প্রশ্ন ৪। প্রাণি দেহে পানির প্রধান কাজ কী? উত্তর : খাদ্য পরিপাকে সাহায্য। প্রশ্ন ৫। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে কী? উত্তর : পানি। প্রশ্ন ৬। শিশির বলতে কী বোঝ? উত্তর : রাতে ঘাস, গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকে শিশির বলে। প্রশ্ন ৭। ঘনীভবন কাকে বলে? উত্তর : বাষ্প থেকে তরলে পরিনত হওয়াকে ঘনীভবন বলে। প্রশ্ন ৮। বাষ্পীভবন কী? উত্তর : তরল থেকে বাষ্পে পরিনত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে বাষ্পীভবন। প্রশ্ন ৯। পানি চক্র কী? উত্তর : যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানি চক্র। প্রশ্ন ১০। পানির তিনটি অবস্থা কী কী? উত্তর :পানির তিনটি অবস্থা হলো কঠিন, তরল ও বায়বীয়। প্রশ্ন ১১। পানি দূষণের প্রধান কারন কী? উত্তর : পানি দূষণের প্রধান কারন হলো মানুষের কর্মকান্ড। প্রশ্ন ১২। দুটি পানিবাহিত রোগের নাম লেখ। উত্তর : দুটি পানিবাহিত রোগের নাম হলো ডায়রিয়া ও কলেরা। প্রশ্ন ১৩। নিরাপদ পানি কী? উত্তর : মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানিই হলো নিরাপদ পানি। প্রশ্ন ১৪। পানি বিশুদ্ধকরণ বলতে কী বোঝ? উত্তর : মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহনযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই হলো পানি বিশুদ্ধকরণ। জীবনের জন্য পানি
×