ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৩৩ বছর পর...

প্রকাশিত: ১০:২৫, ১৬ মে ২০১৯

 ৩৩ বছর পর...

৩০ বছরেরও বেশি সময় আগে এয়ারপোর্টে মেয়েদের টয়লেটে কম্বল জড়ানো অবস্থায় ১০ দিন বয়সী এক শিশুকে খুঁজে পায় কর্তৃপক্ষ। বাবা-মায়ের খোঁজ না পাওয়ায় শিশুটির জায়গা হয় একটি শিশু লালন-পালন কেন্দ্রে। পরবর্তীতে সেখান থেকে শিশুটিকে দত্তক নেয় একটি পরিবার। তিন বোনের আদরের ভাই হয়ে সেই পরিবারেই বড় হয় শিশুটি। ঘটনাটি ঘটে ১৯৮৬ সালে ইংল্যান্ডের গ্যাটউইক এয়ারপোর্ট এলাকায়। সেদিনের সেই শিশুর বয়স এখন ৩৩ বছর। নাম স্টিভ হাইডেস। বড় হয়ে নিজের সম্পর্কে জানার পর হাইডেস গত ১৫ বছর ধরে তার জন্ম দানকারী বাবা-মাকে খুঁজে ফিরছিলেন। এজন্য পত্রিকায় প্রতিবেদন এবং তথ্যচিত্রের মাধ্যমে অনেক চেষ্টাও করেছেন। কিন্তু কোন ফল পাননি। অবশেষে জেনোলজিস্টদের করা ডিএনএ পরীক্ষায় সম্প্রতি নিজের বাবা-মায়ের খোঁজ পেলেন তিনি। এ ঘটনার পর নিজের অনুভূতি জানিয়ে ফেসবুক পোস্টে হাইডেস লিখেছেন, ‘১৫ বছর চেষ্টার পর আমি আমার বাবা-মাকে খুঁজে পেয়েছি। কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমার মা বেঁচে নেই। এ কারণে কেন আমাকে এয়ারপোর্টের টয়লেটে ফেলে গিয়েছিলেন তা জানতে পারিনি’। তিনি আরও লিখেছেন, ‘আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি। দুই পক্ষেই আমার ভাইবোন আছে। কিন্তু তারা কেউ আমার অস্তিত্ব সম্পর্কে কিছু জানে না।’ হাইডেস বলেন, ‘আমার জন্মদানকারী বাবা-মাকে খুঁজতে জেনোলজিস্টরা অনেক বছর ধরেই চেষ্টা করেছেন। অবশেষে তারা সফলতা পেয়েছেন। এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ’। -স্কাই নিউজ
×