ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আর্চারকে নিলে বাদ পড়বেন কে?

প্রকাশিত: ১০:০৩, ১৬ মে ২০১৯

 আর্চারকে নিলে বাদ পড়বেন কে?

স্পোর্টস রিপোর্টার ॥ জোফরা আর্চার যদি ইংল্যান্ডের বিশ্বকাপ দলে শেষ পর্যন্ত সুযোগ পেয়েই যান, তাহলে বাদ পড়বেন কে? ক্যারিবীয় বংশোদ্ভূত এই পেসার পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছিলেন। তবে বৃষ্টি নামার আগে আগুনে বোলিংয়ের ঝলক দেখিয়েছেন আর্চার। বলের গতি আর্চারের প্রধান অস্ত্র, নজির আছে ঘণ্টায় ৯২ মাইলেরও বেশি গতিতে বোলিং করার। সেদিন পাকিস্তানের বিপক্ষে মাত্র ৪ ওভার বল করেছিলেন, যার দুটোই ছিল মেডেন, ৬ রান দিয়ে নেন ফখর জামানের উইকেট। আর্চারের এই গতিময় বোলিংটাই বিশ্বকাপে হতে পারে ইংল্যান্ডের এক্স ফ্যাক্টর। ২৩ মে’র ভেতর বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনা যাবে বাড়তি কোন আনুষ্ঠানিকতা ছাড়াই, তাই মার্ক উডের সঙ্গে নতুন বলে আর্চারের জুটি বেঁধে দেয়ার লোভটা উস্কাচ্ছে ইংল্যান্ডের কোচ ভর বেলিসের মনে। তাই যদি হয় তাহলে কপাল পুড়বে কার? বয়স এবং ফর্ম মিলিয়ে হয়তো সেই মানুষটা লিয়াম প্লাঙ্কেট। এই পেসার মনে করছেন, আর্চার এলে ভাল হবে দল, ‘সে দলে থাকলে দলটা আরও ভাল হবে। সে ৯৩ মাইল গতিতে বল করতে পারে এবং সেটা খুব সহজেই। এমন কাউকে রোজ পাওয়া যায় না। আর্চারকে জায়
×