ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বকাপের জন্য ফিট শাদাব খান

প্রকাশিত: ১০:০২, ১৬ মে ২০১৯

  বিশ্বকাপের জন্য ফিট শাদাব খান

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড সফরে হতাশার বৃত্তে বন্দী পাকিস্তানের জন্য সুখবর, সুস্থ হয়ে উঠেছেন শাদাব খান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সেরা স্পিনারকে নিয়েই বিশ্বকাপে মাঠে নামতে পারবে দল। একমাত্র টি২০’র পর প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। পরের দুটি ওয়ানডেতেই সাড়ে তিন শ’র ওপরে রান করেও হারে সরফরাজ আহমেদের দল। এ নিয়ে টানা আট এবং নিজেদের শেষ ১২ ওয়ানডের ১০টিতেই ব্যর্থ ‘আনপ্রেডিক্টেবল’ পাকিরা। পরশু তৃতীয় ম্যাচে ৩৫৮ রান করে হারের দিনই সুখবরটা পেয়েছেন অধিনায়ক। সরফরাজ বলেন, ‘আমরা শাদাবের বিষয়ে সুখবর পেয়েছি। সে বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবে। তারজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ পিসিবি জানিয়েছে, বৃহস্পতিবার (আজ) পাকিস্তান থেকে ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করবেন শাদাব। লন্ডনে গিয়েও একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন, তারপর যোগ দেবেন দলের সঙ্গে। আর শাদাব বলেছেন, জেনে আনন্দিত যে রক্ত পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে এবং এখন আমি প্রতিযোগিতামূলক ক্রিকেটের জন্য প্রস্তুত। পিসিবি বলেছে, স্বাস্থ্য পরীক্ষার পর তাকে দলের সঙ্গে যোগ দেয়ার ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। ইংল্যান্ডের সঙ্গে চলতি ওয়ানডে সিরিজের পরই দলের সঙ্গে যোগ দেবেন এই লেগস্পিনার।’ দলের বোলিং ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ অস্ত্র শাদাবকে ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভুগছে পাকিস্তান। এছাড়া চিকেন পক্সের কারণে এই সিরিজে খেলতে পারছেন না বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমিরও। শাদাব শুরু থেকেই বিশ্বকাপের দলে আছেন, কিন্তু আমির সেখানে নেই। ইংল্যান্ড সিরিজে ভাল করলে তারও ফেরার সুযোগ ছিল। কিন্তু এই তারকা পেসারও পড়েছেন অসুস্থতার কবলে।
×