ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেশবপুরের জমি নিয়ে বিরোধে বাড়ি ভাংচুর লুটপাট

প্রকাশিত: ০৯:০১, ১৬ মে ২০১৯

 কেশবপুরের জমি নিয়ে বিরোধে  বাড়ি ভাংচুর  লুটপাট

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৫ মে ॥ মোমিনপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা আমির হোসেনের বসতবাড়ি ভাংচুর, লুটপাটসহ তাকে মারপিট করে আহত করেছে। উপজেলার মোমিনপুর পীরবক্স মোড়লের ছেলে আমির হোসেনের সঙ্গে নওয়াব আলী মোড়লের ছেলে রেজাউল মোড়লের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তার জের ধরে বুধবার রেজাউল মোড়লের নেতৃত্বে তার সহযোগী আবদুুল গফফার, আবদুল গফুর, নওয়াব আলী, তানিয়া খাতুন ও রাবেয়া খাতুন আমির হোসেনের বসতঘর ভাংচুর করে। এ সময় তারা ঘরের মধ্যে থাকা লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে বলে কেশবপুর থানায় অভিযোগ করা হয়েছে। বাধা দিতে গেলে তারা আমির হোসেনকে মারপিট করে আহত করে। আহত আমির হোসেনকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমির হোসেন বাদী হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘর ভাংচুর, লুটপাট ও মারপিটের অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ রেজাউল মোড়ল বলেছেন, পৈত্রিক সূত্রে আমরা ওই জমিটা পেয়েছি। আমির হোসেন আমাদের জমি দখল করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিল।
×