ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৯:০০, ১৬ মে ২০১৯

টুকরো খবর

সীতাকুন্ডে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১ নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম, ১৫ মে ॥ শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রুবেল (২৫) নামে এক কাটারম্যান নিহত হয় এবং দগ্ধ হয়েছে আরও ৫ শ্রমিক বলে নিশ্চিত করে পুলিশ। বুধবার সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সাগর উপকূলে প্রিমিয়াম ট্রেড কর্পোরেশন ইয়ার্ডে এ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত রুবেল নোয়াখালী জেলার সেনবাগ থানার শেখ আহাম্মদের ছেলে। জানা যায়, সকালে পুরাতন জাহাজের কেটে ফেলা পিছনের অংশে কাটিং করার সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আহত শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন এবং দগ্ধ শ্রমিকদের চিকিৎসা দিচ্ছেন। বড়পুকুরিয়া শ্রমিকদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১৫ মে ॥ বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুত কেন্দ্রের ১৫৪ চুক্তিকৃত শ্রমিকদের স্থায়ী নিয়োগের দাবিতে শ্রমিকরা বুধবার সকাল ১০টায় তাপবিদ্যুত শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির ব্যানারে মানববন্ধন করেছে । ২৭৫ মে.ও পাওয়ার প্লান্টের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শ্রমিকদের পক্ষে বক্তব্য দেন নূর উজ্জামান, রুহুল আমিন, নূরুল ইসলাম প্রমুখ। এ সময় তাপবিদ্যুতের প্রধান প্রকৌশলী আবদুল হাকিম মানববন্ধন স্থলে এসে শ্রমিকদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, আগামী অর্থবছরে তাদের নিয়োগের বিষয়টি বিদ্যুত বোর্ডে উত্থাপন করা হবে। তার আগে লাল পতাকাও ব্যানার, প্ল্যাকার্ডবাহী দুই শতাধিক নারী-পুরুষ নিয়োগের দাবিতে স্লোগান দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । তিন অস্ত্র বিক্রেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার একে খান মোড় এলাকা থেকে ৩ অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। র‌্যাব সূত্রে জানানো হয়, একে খান মোড় এলাকায় শ্যামলী বাস কাউন্টারের সামনে কতিপয় অস্ত্র ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল। সে তথ্য পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়। গ্রেফতার ৩ জন হলো আবু ইসহাক (৩২), আবদু রাজ্জাক (৪৮) এবং আবু তাহের (৪০)। তাদের দেহ তল্লাশি করে পাওয়া যায় দুটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলি। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ব্যবসা ও অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করে।
×