ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মীরসরাই বঙ্গবন্ধু শিল্পনগরে বিনিয়োগে আগ্রহ চীনা ব্যবসায়ীদের

প্রকাশিত: ০৮:৫২, ১৬ মে ২০১৯

 মীরসরাই বঙ্গবন্ধু শিল্পনগরে বিনিয়োগে আগ্রহ চীনা ব্যবসায়ীদের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের মীরসরাইয়ে বাস্তবায়নাধীন বঙ্গবন্ধু শিল্পনগরে বিনিয়োগে আগ্রহী চীনের ইউনান বুশান প্রদেশের ব্যবসায়ীরা। বুধবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে মতবিনিময় সভায় চীনা প্রতিনিধি দলের সদস্যরা এ আগ্রহের কথা ব্যক্ত করেন। চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাইভেট সেক্টরের ভূমিকা অপরিসীম। বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকার প্রদত্ত বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করে তিনি চট্টগ্রামের মীরসরাই, সীতাকু- ও ফেনীর সোনাগাজীতে বাস্তবায়নাধীন বঙ্গবন্ধু শিল্পনগর এবং আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগ প্রত্যাশা করেন। চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডুয়ান ঝিকুই। তার সঙ্গে ছিলেন তিয়ান চুন কিং, দেং ঝং জি এবং গুও ঝিং চং। অন্যান্যের মধ্যে চট্টগ্রাম চেম্বার পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মোঃ অহীদ সিরাজ চৌধুরী স্বপন ও অঞ্জন শেখর দাশ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক সুমন চৌধুরী ও বাংলাদেশ ইকনোমিক জোন অথরিটি’র উপ-সচিব ইঞ্জিনিয়ার মোঃ আহসান উল্যাহ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় দু’দেশের মাঝে কানেক্টিভিটির উন্নয়ন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ। মাইনিং, রিয়েল এস্টেট, হাইড্রো পাওয়ার ডেভেলপমেন্ট, ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং, লজিস্টিকস, হেলথ ইন্ডাস্ট্রি, ইকোলজিক্যাল এগ্রিকালচার এবং অফশোর ইনভেস্টমেন্ট ইত্যাদি খাতসমূহের ওপর কাজ করতে প্রতিনিধি দল তাদের আগ্রহের কথা জানান।
×