ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডেরিভেটিভ ও শর্ট সেলের চূড়ান্ত অনুমোদন

প্রকাশিত: ১২:১২, ১৫ মে ২০১৯

ডেরিভেটিভ ও শর্ট সেলের  চূড়ান্ত অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সুকুক, ডেরিভেটিভ ও শর্ট সেল রুলের চূড়ান্ত অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়। বিএসইসি ৬৮৬তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। সূত্র মতে, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) (ইনভেস্টমেন্ট সুকুক) রুলস ২০১৯, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভস) রুলস ২০১৯ এবং বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (শর্টসেল) রুলস ২০১৯ এর ওপর জনমত জরিপে প্রাপ্ত মতামত/পরামর্শ পর্যালোচনা করে কমিশন কতিপয় সংশোধন/পরিবর্তন/পরিমার্জনপূর্বক চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে, যা শীঘ্রই বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হবে।
×