ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘আনপ্রেডিক্টেবল’ তকমায় নাখোশ পাকিস্তান কোচ

প্রকাশিত: ১১:৫২, ১৫ মে ২০১৯

‘আনপ্রেডিক্টেবল’ তকমায় নাখোশ পাকিস্তান কোচ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের আবহাওয়া আর পাকিস্তান ক্রিকেট দলের পারফর্মেন্স আগে থেকে ধারণা করা মুশকিল। ধারণার বাইরে খেলার জন্যই ‘আনপ্রেডিক্টেবল’ তকমা চিরকালই তাদের গায়ে সাঁটা। অথচ কোচ মিকি অর্থারের এতে ভীষণ আপত্তি। এবারের বিশ্বকাপে অন্তত এই ‘অপবাদ’ গায়ে মাখতে চায় না তারা, ‘আনপ্রেডিক্টেবল শব্দকে আমাদের কোচিং স্টাফের সবাই ঘৃণা করে। বিশ্বকাপ নিয়ে বিভিন্ন লেখায় দেখবেন পাকিস্তানকে সম্ভাব্য সেমিফাইনিস্ট ভাবা হচ্ছে এই আনপ্রেডিক্টেবল তকমা জুড়ে দিয়ে। সত্যিই আমার কাছে এর কোন মানে নেই। আমরা সেরা চার দলের মধ্যে থাকলে নিজেদের পরিশ্রম আর যোগ্যতায় থাকব। অন্য কিছুর জন্য নয়’ বলেন তিনি। আর্থার মনে করছেন নিজেদের পরিশ্রম আর ধারাবাহিকতা দিয়েই এই লেবাস মুছে ফেলবেন তারা, আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।
×