ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাশরাফিদের লক্ষ্য অপরাজিত থাকা

প্রকাশিত: ১১:৫১, ১৫ মে ২০১৯

মাশরাফিদের লক্ষ্য অপরাজিত থাকা

মিথুন আশরাফ ॥ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। পয়েন্ট তালিকায় সবার ওপরে থেকেই ফাইনালে খেলবে। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দলটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ১৭ মে হবে ফাইনাল ম্যাচ। এর আগে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে লীগপর্বের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। ম্যাচটি ডাবলিনের ক্যাসল এভিনিউয়ের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা পৌনে চারটায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য নিজেদের ঝালাই করে নেয়ার ম্যাচও। ওয়েস্ট ইন্ডিজকে টানা দুইবার হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি মাশরাফি। আয়ারল্যান্ড দুটি ম্যাচ হেরেছে। দুটিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তাই স্বাগতিক আয়ারল্যান্ড ২ পয়েন্ট পেয়েছে। আজ ম্যাচটিতে বাংলাদেশ জিতলেও ফাইনালে খেলবে। না জিতলেও ফাইনালে খেলবে। তবে আয়ারল্যান্ডকে দুইবার হারানো ওয়েস্ট ইন্ডিজকে দুইবার হারিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডতো সেই হিসেবে উড়েই যাওয়ার কথা। অবশ্য ম্যাচটি বাংলাদেশ ক্রিকেটারদের জন্য নিজেদের ঝালাই করে নেয়ার ম্যাচ হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশ দলে আয়ারল্যান্ড সফরে ১৯ ক্রিকেটার রয়েছেন। এর মধ্যে বিশ্বকাপ দলের ১৫ জনও আছেন। বিশ্বকাপ দলে কোন পরিবর্তন আনা হবে কিনা, পরিবর্তন আনলে কাকে রেখে কাকে বাদ দেয়া যায় কিংবা বিশ্বকাপ একাদশের অবস্থা কেমন হবে সেই বিষয়গুলো আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থেকেই বুঝে নিতে হবে। তা বুঝতেও পারছে বাংলাদেশ দল। বিশ্বকাপে ওপেনিংয়ে তামিম ইকবালতো থাকছেনই। তার সঙ্গে হয় সৌম্য সরকার নয়তো লিটন কুমার দাস থাকবেন। সৌম্যকে ঝালিয়ে নেয়া হয়ে গেছে। অসাধারণ ছন্দে আছেন সৌম্য। এবার আজ হয়তো সৌম্যকে বিশ্রামে রেখে লিটনকেও দেখা হতে পারে। এরপর সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ নিজেদের পজিশনে ঠিকই থাকবেন। মোহাম্মদ মিঠুনও বিশ্বকাপে খেলতে প্রস্তুত তা জানান দিয়েছেন। সাব্বির রহমান রুম্মন এখন পর্যন্ত ব্যাটিং করার ঠিকমতো সুযোগই পাননি। মোসাদ্দেক হোসেন সৈকতকে যে একটু দেখা হবে সেই সুযোগওতো তাই মিলছে না। তবে আজ হয়তো নিজেকে প্রমাণ করা মেহেদী হাসান মিরাজকে বিশ্রামে রেখে সৈকতকে সুযোগ দেয়া হতে পারে। পেস আক্রমণে মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমানতো ‘অটোমেটিক’ চয়েজ। এর বাইরে আবু জায়েদ রাহীকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলানো হয়েছে। আজও হয়তো খেলবেন। তবে মুস্তাফিজকে আজ বিশ্রাম দেয়া হতে পারে। মুস্তাফিজ প্রথম ম্যাচটিতে অনেক রান দিয়ে ফেলেছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। মুস্তাফিজ বুঝিয়ে দিয়েছেন তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। মুস্তাফিজকে তাই আজ বিশ্রাম দিলে খেলতে পারেন তাসকিন। তবে মাশরাফিও যদি বসে থাকেন তাহলে ফরহাদ রেজারও সুযোগ মিলতে পারে। দলে যে একাধিক পরিবর্তন নিয়েই আজ নামবে বাংলাদেশ তা নিশ্চিতই বলা যায়। বাংলাদেশ ফাইনালে ওঠায় আসলে সব ভাবনাই এখন ফাইনালকেন্দ্রিক হয়ে উঠেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ নয়। যারা রিজার্ভ বেঞ্চে আছেন, তাদের ঝালাই করে নেয়ার উত্তম ম্যাচ হতে পারে ম্যাচটি। এছাড়া ম্যাচটি থেকে আর কিছু আদায় করার নেই। প্রস্তুতির ব্যাপার যদি সামনে আসে তাহলে বিশ্বকাপের প্রস্তুতি যে ভাল হয়েছে তা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দুটিই প্রমাণ বহন করে। ফাইনাল ম্যাচটি আছে। সেই ম্যাচেও পুরোদমে প্রস্তুতি নেয়া হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচটি হওয়ার পর যখন বৃষ্টির তোপে পড়ে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষেও বৃষ্টির জন্য ম্যাচটি খেলতে পারেনি, তখন মনে হয়েছিল বিশ্বকাপের প্রস্তুতিতে ঘাটতি থেকে যেতে পারে। কিন্তু এরপর আর বৃষ্টি বাংলাদেশের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটায়নি। তাতে প্রস্তুতিও খুব ভালভাবেই হচ্ছে। ম্যাচ প্র্যাকটিসের যে বড় কিছু নেই। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়ে সেই ম্যাচ প্র্যাকটিসটাও ভালভাবে হয়ে যাচ্ছে। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে রিজার্ভ বেঞ্চের কয়েকজন ক্রিকেটার নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগও পাচ্ছেন। আজকের ম্যাচটি তাই নিজেদের ঝালিয়ে নেয়ার ম্যাচ হয়েই ধরা দিচ্ছে।
×