ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরিবারের দাবি

নার্স তানিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় তিনজনের বেশি জড়িত ছিল

প্রকাশিত: ১১:২৪, ১৫ মে ২০১৯

নার্স তানিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় তিনজনের বেশি জড়িত ছিল

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৪ মে ॥ চলন্ত বাসে নার্স শাহীনূর আক্তার তানিয়াকে হত্যা ঘটনায় বাস চালকের জবানবন্দীতে শুধু তিনজন জড়িত থাকার নাম আসায় নিহতের পরিবার তাতে আপত্তি জানিয়েছে। পরিবারের সদস্যদের দাবি, এ হত্যার সঙ্গে আরও ৩/৪ জন জড়িত রয়েছে। প্রকৃত ঘটনা আড়াল করতেই হয়তো চালক এমন জবানবন্দী দিয়েছে। তানিয়া হত্যাকা-টি অন্যদিকে মোড় দিতে এর পেছনে একটি শক্তিশালী চক্র তখন কাজ করেছে। যারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তানিয়ার ভাই সবুজ মিয়া বলেন, ময়নাতদন্তের রিপোর্টের বরাত দিয়ে জানতে পারি তানিয়ার শরীরের বিভিন্ন স্থানে অন্তত দশটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে মাথার পেছনের আঘাত ছিল সবচেয়ে গুরুতর। ভারি কিছু দিয়ে আঘাতের ফলে তার মাথার পেছনের খুলি ফেটে যায়। মাথার খুলি দুই ভাগ হয়ে যাওয়া ছাড়াও মাথার পেছনের দিকে দু’টি হাড় ভেঙ্গে যায়। গণধর্ষণ শেষে এই আঘাতের কারণেই তানিয়ার মৃত্যু হয়েছে। আবার লাশটি নিয়ে দুই ঘণ্টা এদিক সেদিক ঘোরাফেরা তো শুধু তিনজনের কাজ নয়।
×