ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীর বাজারে গুটি আম আসছে আজ

প্রকাশিত: ১১:২৩, ১৫ মে ২০১৯

রাজশাহীর বাজারে গুটি আম আসছে আজ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে মৌসুমের প্রথম পাকা আম (গুটিজাতের) বাজারে আসছে আজ বুধবার। কয়েকদিন আগে জেলা প্রশাসন থেকে আম নামানোর তারিখ ঘোষণার পর প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তার আগে সোমবার দিবাগত রাতের ঝড়ে পড়েছে বিপুল পরিমাণ আম। বিশেষ করে জেলার আম প্রধান চারঘাট-বাঘা উপজেলায় কালবৈশাখীর তা-বে এ অঞ্চলের প্রধান অর্থকরী ফসল আমের ব্যাপক ক্ষতি হয়েছে। যারা বাগান চুক্তি করে অগ্রিম আম ক্রয় করেছেন তারা এই মুহূর্তে চরম হতাশা ও উৎকণ্ঠায় রয়েছেন। রাজশাহীর এই দুই উপজেলায় এমনিতেই তুলনামূলকভাবে আমের উৎপাদন কম। তার ওপর রাতের ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার আম ব্যবসায়ী জিল্লুর রহমান বলেন, এবার লিজ নিয়ে আমের চাষ করেছি। ঝড়ে বাগানে যে পরিমাণ আম পড়েছে তার ক্ষতি অপূরণীয়। এ ঝড় না হলে সঠিক সময়ে প্রায় ৫ লাখ টাকার আম বিক্রি হতো। তবে তার বাগানে গড়ে প্রায় ৫ শতাংশের মতো আম ঝড়ে গেছে বলে জানান তিনি। একই কথা বলেন, আমোদপুর গ্রামের বাগান মালিক আকবর আলী। তার মতে, উপজেলার কৃষকরা শুধু আম বিক্রি করে প্রতিবছর অর্থ উপার্জন করেন ৬ থেকে ৭শ’ কোটি টাকা। বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লা সুলতান জানান, আমের জন্য অল্টানেটিক ডিয়ার (বছর) ভ্যারি করে। অর্থাৎ এক বছর ভাল আম হলে অন্য বছর এমনি কম হয়। এদিক থেকে পরপর দুই বছর দেশে প্রচুর পরিমাণ আম উৎপাদন হওয়ায় এবার আম কম হয়েছে। তিনি বলেন, এবার উৎপাদন কম হওয়ায় দাম ভাল পাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
×