ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিয়ানমার সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জাতিসংঘ প্যানেলের

প্রকাশিত: ১১:২৩, ১৫ মে ২০১৯

মিয়ানমার সশস্ত্র  বাহিনীর সঙ্গে  সম্পর্ক ছিন্ন করার আহ্বান জাতিসংঘ প্যানেলের

বিডিনিউজ ॥ দুই বছর আগে গঠিত জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানী দল মিয়ানমারের সশস্ত্রবাহিনীকে দেয়া আর্থিক ও অন্যান্য সহযোগিতা বন্ধে বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে তারা মিয়ানমারের শীর্ষ জেনারেলদের বিচারের মুখোমুখি দাঁড় করার দাবিও পুনর্ব্যক্ত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০১৭ সালের অগাস্টে কয়েকডজন নিরাপত্তা চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার প্রতিক্রিয়ায় মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা রাখাইনের পশ্চিমাঞ্চল থেকে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসে। ওই অভিযানেই দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও রোহিঙ্গাদের বাড়িঘর জ্বালিয়ে-পুড়িয়ে দেয়ার অভিযোগ ওঠে। সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা ‘গণহত্যার অভিপ্রায়েই’ রোহিঙ্গাদের বিরুদ্ধে ওই অভিযান চালিয়েছিল- গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের একটি প্যানেলের করা এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে মিয়ানমারের সরকার।
×