ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি উত্তম চক্রবর্তী হৃদরোগে আক্রান্ত

প্রকাশিত: ১১:২০, ১৫ মে ২০১৯

জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি উত্তম চক্রবর্তী হৃদরোগে আক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি দেবাশীষ চক্রবর্তী উত্তম মারাত্মক হার্ট এ্যাটাকের শিকার হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন। এনজিওগ্রাম করার পর ব্লক ধরা পড়লে তার হৃদযন্ত্রের ধমনীতে একটি রিং বসিয়ে দিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি সেখানে অধ্যাপক ডাঃ মীর জামাল উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। রোগীর পরিবারের সদস্যরা জানান, গত কয়েকদিন ধরে দেবাশীষ চক্রবর্তী উত্তম শারীরিক অস্বস্তি অনুভব করছিলেন। প্রেসার বেড়ে গিয়েছিল। আর সোমবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বুকের বাম পার্শ্বে তীব্র ব্যথা অনুভব করেন। সারারাত ঘুমাতে পারেননি তিনি। এমতাবস্থায় মঙ্গলবার সকাল সোয়া ৯টায় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে তার চিকিৎসা শুরু হয়। রোগীর সার্বিক অবস্থার বিষয়ে হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ আফজালুর রহমান জনকণ্ঠকে জানান, হাসপাতালে আনার সময় রোগীর অবস্থা ক্রিটিক্যাল ছিল। তাকে সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। রিং বসানো সফল হয়েছে। সবকিছু ঠিকমতো কাজ করলে তিনি ঝুঁকিমুক্ত হবেন। তার অবস্থাকে এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত বলা যাবে না। অধ্যাপক ডাঃ মীর জামাল উদ্দিন বলেন, হাসপাতালে নিয়ে আসার সময় রোগীর অবস্থা শতকরা ৯০ ভাগ খারাপ ছিল। এনজিওগ্রাম ও রিং বসানোর কাজটি ছিল খুব ঝুঁকিপূর্ণ। কিন্তু রোগীকে বাঁচাতে এটা ছাড়া উপায় ছিল না। এখন আমরা খুব আশাবাদী। তবে কয়েকদিনের পর্যবেক্ষণ ছাড়া এ ধরনের রোগীর বিষয়ে সবকিছু বলা যায় না। রাতে দেবাশীষ চক্রবর্তী উত্তমকে দেখতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী হাসপাতলে যান। তারা সেখানে দেবাশীষ চক্রবর্তী উত্তমের স্বাস্থ্যের খোঁজখবর নেন। এ সময় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ আফজালুর রহমান ও সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক উত্তম বড়ুয়া উপস্থিত ছিলেন।
×