ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রূপনগরে নিহত জঙ্গীর লাশ ৩২ মাস পর বেওয়ারিশ হিসেবে দাফন

প্রকাশিত: ১১:১২, ১৫ মে ২০১৯

রূপনগরে নিহত জঙ্গীর লাশ ৩২ মাস পর বেওয়ারিশ হিসেবে দাফন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রূপনগরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত অজ্ঞাত এক জঙ্গীর লাশ ৩২ মাস পর বেওয়ারিশ হিসেবে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রূপনগর থানার পরিদর্শক হুমায়ুন কবিরের উপস্থিতিতে ওই জঙ্গীর লাশ বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয় এবং বিকেলে লাশটি জুরাইন কবরস্থানে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, রূপনগর এলাকায় ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর এক অভিযানে ওই জঙ্গী নিহত হয়। ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ সোহেল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রূপনগর থানার পক্ষ থেকে পুলিশের পরিদর্শক হুমায়ুন কবির উপস্থিত থেকে মৃতদেহটি বুঝিয়ে দিয়েছেন। আঞ্জুমানের পক্ষ থেকে চালক মোঃ মাসুদ মৃতদেহটি দাফনের জন্য নিয়ে যান। মর্গ সূত্র জানায়, দুই বছর আগে বিমানবন্দর থানা এলাকায় নিহত হওয়া আরও এক জঙ্গীর মৃতদেহ বেওয়ারিশ হিসেবে ঢামেক মর্গের হিমাগারে রাখা হয়েছে।
×