ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ায় দুই মন্ত্রীর সঙ্গে ইমরান আহমদের বৈঠক

প্রকাশিত: ১১:১১, ১৫ মে ২০১৯

মালয়েশিয়ায় দুই মন্ত্রীর সঙ্গে ইমরান আহমদের বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ মঙ্গলবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা আড়াইটায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ড. তান শ্রী দাতো সেরি উতামা মহিউদ্দিন ইয়াসিন এবং মানবসম্পদমন্ত্রী তান কুলাসেগারানের সঙ্গে তাদের কার্যালয়ে সৌহার্দপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার শীঘ্রই উন্মুক্ত হবে বলে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন। উভয় পক্ষই নীতিগতভাবে একমত পোষণ করেছেন। এছাড়াও বৈঠকে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশী কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে অর্থবহ আলোচনা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। মালয়েশিয়ায় বর্তমানে স্থগিত থাকা শ্রমবাজারকে উন্মুক্তকরণের প্রসঙ্গে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী তান কুলাসেগারান বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেন, বিষয়টি নিয়ে তার সরকার সব সময় ইতিবাচক মনোভাব পোষণ করে। খুব দ্রুতই এ বিষয়টি মন্ত্রিপরিষদে উত্থাপিত হবে।
×