ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে ডাকাত

প্রকাশিত: ০৯:০২, ১৫ মে ২০১৯

ঈশ্বরদীতে ডাকাত

স্টাফ রিপোর্টার ঈশ্বরদী থেকে জানান পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হাফিজুর রহমান তিতাস (৩৮) নামে এক ডাকাত নিহত হয়েছে। সে অস্ত্র, বিস্ফোরক, ডাকাতি, মোটরসাইকেল চুরি, ছিনতাইসহ ১৭ মামলার পলাতক আসামি। তিতাস ঈশ^রদীর সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা গ্রামের মৃত আবদুল আজিজ মোল্লার ছেলে। সোমবার রাত আড়াইটায় ঈশ^রদী থানার সাড়া ইউনিয়নের ঝাউদিয়ার চাঁনমারী গ্রামের লাবলুর আখক্ষেতের সামনে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, চাঁনমারী গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় বন্দুকযুদ্ধে ডাকাত তিতাস আহত হয়। পরে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী রিভলবার ও ছয় রাউন্ড ফায়ারকৃত গুলির খোসাসহ অন্য আলামত উদ্ধার করে।
×