ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ

প্রকাশিত: ০৮:৫২, ১৫ মে ২০১৯

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মতিঝিলে জীবন বিমা কর্পোরেশনের গেটের সামনে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছে। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, শাহিনের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, জীবন বিমার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টার দিকে কর্পোরেশনের গেটের সামনে সিলিন্ডার থেকে বেলুন ফোলাতে এক ব্যক্তিকে সাহায্য করছিলেন শাহিন। এ সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হলে শাহিনসহ চারজন দগ্ধ হন।
×