ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধর্ষক-নির্যাতকের পৃষ্ঠপোষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ॥ ইনু

প্রকাশিত: ০৮:৫১, ১৫ মে ২০১৯

ধর্ষক-নির্যাতকের  পৃষ্ঠপোষকদের দৃষ্টান্তমূলক  শাস্তি দিতে  হবে ॥ ইনু

স্টাফ রিপোর্টার ॥ জাসদ সভাপতি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ধর্ষক-নির্যাতকদের প্রশাসনিক-রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রাজনৈতিক নেতৃত্ব ও শক্তিকে ধর্ষণ-নির্যাতনসহ সকল সামাজিক অনাচার-অবিচারের বিরুদ্ধে মুখ খুলতে হবে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে দলের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন সাবেক এই তথ্যমন্ত্রী। ‘নারী-ছাত্রী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, নির্যাতক-ধর্ষক-খুনী ও তাদের পৃষ্ঠপোষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, চলাফেরা-যাতায়াত, গৃহে নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে’ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগর কমিটি আয়োজিত এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। ১৪ দলের অন্যতম শরিক এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী নির্যাতন-ধর্ষণ-হত্যার বিরুদ্ধে শূন্যসহিষ্ণু অবস্থান গ্রহণ করার পরও পুলিশ প্রশাসনের যে অফিসাররা, যে রাজনৈতিক নেতারা ধর্ষক-নির্যাতক-খুনীদের সঙ্গে হাত মিলায় তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
×