ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্শাল আর্ট প্রশিক্ষণ উদ্বোধন

প্রকাশিত: ০৮:৪২, ১৫ মে ২০১৯

মার্শাল আর্ট প্রশিক্ষণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ॥ নারীর নিরাপত্তা নিশ্চিত কল্পে আশুগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে আশুগঞ্জে আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় লোকাল গভর্ন্যান্স প্রজেক্ট (এলজিএসপি-৩) এর কর্মসূচীর আওতায় ছাত্রীদের আত্মরক্ষার কৌশল অর্জনে মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন করে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দূর-রে-শাহনেওয়াজ, জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্রশান্ত বৈদ্য, আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া প্রমুখ।
×