ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বারিডাটা-১ এর মাঠ দিবস

প্রকাশিত: ০৮:৪০, ১৫ মে ২০১৯

বারিডাটা-১ এর মাঠ দিবস

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৪ মে ॥ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত, বারি ডাটা-১ এর উৎপাদনশীলতা প্রদর্শন শীর্ষক মাঠ দিবস সোমবার বিকেলে ঠাকুরগাঁও কৃষি গবেষণা উপকেন্দ্র এর মাঠে অনুষ্ঠিত হয়েছে। উদ্যানতাত্ত্বিক ফসলের গবেষণা জোরদারকরণ এবং চর এলাকায় উদ্যান ও মাঠ ফসলের প্রযুক্তি বিস্তার প্রকল্পের আর্থিক সহায়তায় এবং কৃষি গবেষণা উপকেন্দ্র এর আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন গাজীপুর কৃষি গবেষণা কেন্দ্রের প্রকল্প পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, ড. এএটি মাসুদ। স্থানীয় কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. একেএম খোরশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আফতাব হোসেন প্রমুখ।
×