ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ প্লাস পাওয়া দৃষ্টি প্রতিবন্ধী মুন্নির ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় পরিবার

প্রকাশিত: ০৮:৪০, ১৫ মে ২০১৯

এ প্লাস পাওয়া দৃষ্টি প্রতিবন্ধী মুন্নির ভবিষ্যত নিয়ে  দুশ্চিন্তায় পরিবার

নিজস্ব সংবাদদাতা, মংলা, ১৪ মে ॥ দৃষ্টিপ্রতিবন্ধী মুন্নি শেখ এবার এসএসসি পরীক্ষায় মংলার সেন্ট পলস উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এ প্লাস পেয়েছে। ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা নিয়েই এ পর্যন্ত এগিয়ে আসা তার। দরিদ্র পরিবারে জন্ম মুন্নির বাবা-মায়েরও ইচ্ছা মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার। কিন্তু সে আশা নিরাশায় পরিণত হওয়ার শঙ্কা এখন তাড়িয়ে বেড়াচ্ছে মুন্নি ও তার পরিবারকে। শিশু শ্রেণীতে পড়া অবস্থায় সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে বাম চোখের দৃষ্টি হারায় সে। সেই থেকেই চোখের চিকিৎসার ব্যয় মেটাতে উপার্জিত সব অর্থবৃত্তই শেষ হয়েছে পরিবারটির। মংলার চাঁদপাই ইউনিয়নের উত্তর কাইনমারী গ্রামের বাসিন্দা দিনমজুর জাফর শেখের বড় সন্তান মুন্নি। দুই সন্তান নিয়ে ওই গ্রামে ভাড়া বাড়িতে বসবাস জাফরের। বাবা-মায়ের বড় সন্তান মুন্নির ভবিষ্যত লেখাপড়া নিয়ে এখন চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর মেয়ের লেখা পড়ার ভবিষ্যত চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন জাফরের পরিবার।
×