ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে প্রত্যাশা লাপাত্তা

প্রকাশিত: ০৮:৩৮, ১৫ মে ২০১৯

শাহজাদপুরে প্রত্যাশা লাপাত্তা

নিজস্ব সংবাদদাতা শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে জানান, শাহজাদপুরে ‘প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থা’ (রেজি নং- ঢ-০৯০৭৮) নামে একটি এনজিও সংগঠন গ্রাহকদের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে। এ ঘটনায় ওই সংগঠনের গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত ১ মে ফয়জাল হোসেন, জাহিদ হোসেন ও রেজাউল ইসলাম নিজেদের প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন পরিবহন ব্যবসায়ী বাবুল হোসেনের ড্রিমল্যান্ড ভবনের নিচতলা ভাড়া নেয়। পরদিন কম্পিউটারসহ কিছু আসবাবপত্র নিয়ে ওই বাসায় প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার সাইন বোর্ড লাগিয়ে সংগঠনের কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে পবিত্র ঈদ-উল- ফিতরকে সামনে রেখে স্বল্প সুদে ও সহজ কিস্তিতে ২ লাখ থেকে ৫ লাখ টাকা ঋণ দেয়ার কথা বলে ওই এনজিও সংস্থার স্থানীয়ভাবে নিয়োগকৃত কর্মচারীরা উপজেলার পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের শত শত ব্যবসায়ীর কাছ থেকে সঞ্চয়ী আমানত হিসেবে প্রতিদিন মোটা অংকের টাকা সংগ্রহ করতে থাকে। এ সময় কোন কোন ব্যবসায়ীর কাছ থেকে ৪০ থেকে ৫০ হাজার টাকাও সঞ্চয়ী আমানত হিসেবে সংগ্রহ করা হয়। পরবর্তীতে গ্রাহকদের কোন ঋণ না দিয়েই প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে ওই সংস্থার লোকজন উধাও হয়ে গেছে। রবিবার থেকে অফিসটি তালাবদ্ধ অবস্থায় আছে।
×