ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মা হলেন লৌহ মানবী

প্রকাশিত: ০৮:৩০, ১৫ মে ২০১৯

মা হলেন লৌহ মানবী

ভারতের মণিপুরের বাসিন্দাদের মানবাধিকারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনকারী ‘লৌহমানবী’ ইরম চানু শর্মিলা যমজ সন্তানের মা হয়েছেন। সম্প্রতি বেঙ্গালুরুর একটি বেসরকারী হাসপাতালে যমজ কন্যা সন্তানের জন্ম দেন তিনি। চিকিৎসকরা জানান, গত রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এক মিনিটের ব্যবধানে ভূমিষ্ঠ হয় ডেসমন্ড-শর্মিলার যমজ কন্যা নিক্স সখী ও অটম তারা। তবে মা দিবসে সন্তান জন্ম দেয়া নেহাতই কাকতালীয় বলে জানিয়েছেন শর্মিলার চিকিৎসক। মা ও দুই শিশু সুস্থ আছেন। মণিপুরের বাসিন্দাদের মানবাধিকারের দাবিতে টানা ১৬ বছর অনশন করেছেন তিনি। বেঙ্গালুরু টাইমস
×