ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোদি হাওয়া উবে যায়নি ॥ মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৮:২৬, ১৫ মে ২০১৯

মোদি হাওয়া উবে যায়নি ॥ মধ্যপ্রদেশে  প্রধানমন্ত্রী

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ অর্থাৎ সপ্তম দফার ভোটগ্রহণ আগামী ১৯ মে। এ দফার নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন গেরুয়া শিবিরসহ বিরোধীরা এখন মরিয়া। কেউ কাউকে একবিন্দু ছাড় দিতে নারাজ। মঙ্গলবার মধ্য প্রদেশে নির্বাচনী প্রচারে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ষষ্ঠ দফার ভোটের পর থেকে মোদি বিরোধীরা বলছেন, মোদি হাওয়া উবে গেছে। ২০১৪ সালের মতো এই লোকসভা নির্বাচনে আর মোদি হাওয়া কাজে আসবে না। এর উত্তরে মধ্যপ্রদেশের জনসভায় নরেন্দ্র মোদি বলেন, ২০১৪ সালের মতো ভারতের প্রতিটি বাড়িতে মোদি হাওয়া বিরাজমান। একই দিন মোদির কথার জবাব দেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী, দলিত নেতা মায়াবতী। মোদি আমলের নানা অসঙ্গতির কথা তুলে ধরেন তিনি। খবর এনডিটিভি ও আনন্দবাজার অনলাইনের। মঙ্গলবার সমালোচকদের উদ্দেশে মোদি বলেন, বিরোধী শিবির ভুলে গেছে যে এবার দুই ধরনের ভোটার নির্বাচনে ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছে। এরা হলো যুবসমাজ আর ঘরের মা-বোনেরা। মোদির দাবি যারা এবার প্রথম ভোট দিচ্ছেন তাদের রায় তার পক্ষে যাবে। আর ঘরের নারীরা তাকে বিমুখ করবে না। তারা মোদি হাওয়ার পক্ষে সরব হয়েছেন। বিজেপির পক্ষে ভারতের প্রতিটি বাড়ি থেকে ঢেউ আসছে। এ সময় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথকে নিশানা করে মোদি বলেন, কংগ্রেস সরকার মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই দিতে পারে না। তারা কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিয়ে তা রাখতে পারেনি। কংগ্রেস স্বয়ং ভগবানকেও ধোঁকা দিয়েছে। মোদির সমালোচনায় উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী বহুজন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতি এক টুইট বার্তায় বলেন, মোদির সরকার এখন ডুবন্ত তরী।
×