ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্কিন ৫ হাজারেরও বেশি পণ্যে শুল্ক বাড়াল চীন

প্রকাশিত: ০৮:২৬, ১৫ মে ২০১৯

মার্কিন ৫ হাজারেরও বেশি পণ্যে শুল্ক বাড়াল চীন

চীনা পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর জবাব দিয়েছে চীন। মার্কিন পাঁচ হাজার একশ’রও বেশি পণ্যের ওপর ৫-২৫ শতাংশ পর্যন্ত শুল্ক ঘোষণা করেছে বেজিং। বিশ্লেষকরা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছ থেকে সর্বোচ্চ সত্ত্বেও চীনা কর্মকর্তারা দৃঢ় পদক্ষেপের মাধ্যমে এর জবাব দিয়েছেন। তারা আরও বলেন, বাণিজ্যযুদ্ধের মধ্যে পাল্টা জবাব দিল চীন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সর্বাত্মক বাণিজ্যযুদ্ধ এড়ানোর চেষ্টা করছে দেশটি। চীনা কেবিনেটের স্টেট কাউন্সিলের অন্তর্গত কাস্টমস ট্যারিফ কমিশন সোমবার রাতে এক বিবৃতিতে জানায়, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসসহ দুই হাজার ৪৯৩ পণ্যের ওপর ২৫ শতাংশ এবং ফলমূল ও রাসায়নিকসহ এক হাজার ৭৮ পণ্যের ওপর ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক করবে চীন। এসব শুল্ক আগামী ১ জুন থেকে কার্যকর হবে। এছাড়া শাকসবজি ও সামুদ্রিক খাদ্যসহ ৯৭৪ রকম পণ্যের ওপর ১০ শতাংশ এবং ছোট বিমানসহ ৫৯৫ রকমের পণ্যের ওপর অতিরিক্ত পাঁচ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, চীনা ২০০ বিলিয়ন (২০ হাজার কোটি) ডলার পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর সিদ্ধান্তের জবাবে বেজিংয়ের এ পদক্ষেপ। সোমবার চীনের শুল্ক বৃদ্ধির পর শেয়ার মার্কেট খোলার পরপরই ডাউ জোন্স ইন্ড্রাস্টিয়াল এভারেজ দুই দশমিক ১৭ শতাংশ হারিয়েছে। মার্কিন যেসব কোম্পানি চীনা পণ্যের ওপর নির্ভরশীল সেগুলোর শেয়ারের মূল্যও নিম্নমুখী হয়েছে।
×