ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীর গোদাগাড়ীতে ঘুষের টাকাসহ উপজেলা সমবায় কর্মকর্তা আটক

প্রকাশিত: ০৪:২১, ১৪ মে ২০১৯

রাজশাহীর গোদাগাড়ীতে ঘুষের টাকাসহ উপজেলা সমবায় কর্মকর্তা আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ঘুষের টাকাসহ দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের হাতে আটক হয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাস। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়েই ঘুষ নেয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন জানিয়েছেন, গোদাগাড়ীর সরমংলা একতা মৎস্যচাষী সমবায় সমিতির নাম নিবন্ধন করতে সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাস ঘুষ দাবি করেন। এরপরই এ বিষয়ে দুদকে অভিযোগ করেন ওই সমিতির সভাপতি আব্দুল বাতেন। অভিযোগ আমলে নিয়ে দুদক থেকে বিশেষ টিম গঠন করা হয়। এরপরই তাকে ধরতে ফাঁদ পাতেন তারা। মঙ্গলবার দুপুরে সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাসের দাবি অনুযায়ী ঘুষ দিতে তার কার্যালয়ে যান সরমংলা একতা মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি আব্দুল বাতেন। ঘুষ নেয়ার সময় দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক মুর্শেদ আলম ও উপ-পরিচালক জাহাঙ্গীর আলম নেতৃত্বে একটি টিম হাতেনাতে নৃপেন্দ্রনাথকে আটক করে। এসময় তার কাছে থেকে ঘুষের আট হাজার টাকাও জব্দ করা হয়। এ অভিযোগে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন দুদকের এই কর্মকর্তা।
×