ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উল্টে যাওয়া লরির কারণে রামপুরায় যানজট

প্রকাশিত: ০১:২৩, ১৪ মে ২০১৯

উল্টে যাওয়া লরির কারণে রামপুরায় যানজট

অনলাইন ডেস্ক ॥ রাজধানীর রামপুরা-মালিবাগ, রামপুরা-বনশ্রী সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। রামপুরা ইউলুপের ওপর লরি উল্টে এই যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার দিবাগত রাত তিনটায় লরিটি উল্টে গেলেও আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টা পর্যন্ত সরাতে পারেনি ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশন। ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকে যানজট বাড়ছে। ট্রাফিক বিভাগের চেষ্টা সত্ত্বেও যানজট কমছে না। উল্টে যাওয়া লরিটি সরানো না গেলে রাস্তা সচল হবে না। বনশ্রী রাস্তার যানজট বেশি। মেরাদিয়া ছাড়িয়ে ত্রিমোহনী পর্যন্ত ঠেকেছে যানজট। এ ব্যাপারে ডিএমপির ট্রাফিক পূর্ব বিভাগের রামপুরার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিপ্লব ভৌমিক বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে লরিটি উল্টে গেছে। যে কারণে সকাল থেকে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়ে যানজট তৈরি করেছে। বনশ্রীর সড়ক থেকে যারা ইউলুপ ব্যবহার করেন তারা নিচ দিয়ে ঘুরে রামপুরা সড়কে উঠছেন। যে কারণে বনশ্রীর সড়কের পাশাপাশি রামপুরা-মালিবাগ সড়কেও যানবাহনের চাপ তৈরি হয়েছে।’ তিনি আরও জানান, উল্টে যাওয়া ওই লরি সরানোর মতো অবস্থা আমাদের নেই। ক্রেন দিয়ে লরিটি সরাতে হবে। কমলাপুরে যোগাযোগ করা হয়েছে। নানা প্রসিডিউর। সময় লাগছে।
×