ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

’৩০ সালের মধ্যে ভারতের চেয়ে ধনী হবে বাংলাদেশ

প্রকাশিত: ১২:১৭, ১৪ মে ২০১৯

 ’৩০ সালের মধ্যে  ভারতের চেয়ে  ধনী হবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন ॥ আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ডের গবেষণা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ভারতের চেয়ে ধনী দেশ হবে বাংলাদেশ। গবেষণায় আভাস দেয়া হয়েছে, এ সময়ে ভারতীয়দের চেয়ে বাংলাদেশীদের মাথাপিছু আয় ৩০০ ডলার বেড়ে যাবে। ব্লুমবার্গ জানিয়েছে, অর্থনীতির বিচারে আগামী দশক শীর্ষ ৭ অর্থনীতির মধ্যে থাকবে এশিয়ার ৫টি দেশ। দেশগুলো-বাংলাদেশ, ভারত, মিয়ানমার, ভিয়েতনাম ও ফিলিপিন্স। দেশগুলোর প্রবৃদ্ধি ৭ শতাংশে স্থিতিশীল থাকবে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের ভারতীয় প্রধান মধুর ঝাঁ রবিবার বিশ্ব অর্থনীতি বিভাগের গবেষণা প্রতিবেদনটি তুলে ধরেন। এতে বলা হয়, ২০৩০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগেরই বসবাস হবে এশিয়া অঞ্চলে। জনতাত্ত্বিক এই সুবিধা ভারতের জন্য আশীর্বাদ হয়ে আসবে। বাংলাদেশেও স্বাস্থ্য ও শিক্ষা খাতের বিনিয়োগের উৎপাদনশীলতা বাড়বে। গবেষণা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ভারতীয়দের চেয়ে আর্থিকভাবে স্থিতিশীল অবস্থায় থাকবে বাংলাদেশীরা। সেসময় ভারতের মাথাপিছু আয় দাঁড়াবে ৫ হাজার ৪০০ ডলারে। একই সময়ে বাংলাদেশের মাথাপিছু আয় আরও ৩০০ ডলার বেড়ে দাঁড়াবে ৫ হাজার ৭০০ তে।
×