ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সচিবালয়ে আগুন নেভানোর মহড়া

প্রকাশিত: ১১:০১, ১৪ মে ২০১৯

  সচিবালয়ে আগুন নেভানোর মহড়া

বিশেষ প্রতিনিধি ॥ প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভূমিকম্প এবং আগুন নেভানোর বিষয়ে সচেতনতামূলক মহড়া করেছে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর। সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের তত্ত্বাবধানে সচিবালয়ে ২০তলা বিশিষ্ট ৬ নম্বর ভবনে এই মহড়া হয়। ছয় নম্বর ভবনে কয়েকটি মন্ত্রণালয় রয়েছে। এই ভবনে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের একটি অংশও, যেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। আগুন এবং ভূমিকম্পের মতো দুর্ঘটনায় উঁচু ভবনে জানমাল রক্ষাসহ নিরাপত্তার বিষয়ে সচেতনতা করতেই এই মহড়া হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। মহড়ায় ফায়ার সার্ভিসের বহুতল ভবনে আগুন নেভানো এবং উদ্ধার উপযোগী গাড়ি ‘ব্রনটু’ এবং ‘টিটিএল’ অংশ নেয়।
×