ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইর মামলা

প্রকাশিত: ১১:০০, ১৪ মে ২০১৯

 ১৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে  বিএসটিআইর  মামলা

বিএসটিআই থেকে লাইসেন্স ও ওজন যন্ত্রের ভেরিফিকেশন গ্রহণ না করা এবং পরিমাপে কারচুপির অপরাধে ১৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করা হয়। বিএসটিআইর লাইসেন্স ব্যতীত পণ্য বিক্রি করায় রাজধানীর ভাটারা এলাকার আল মদিনা বেকারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য পরিবেশন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বনানী এলাকার আহীলি কাবা এ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার, শালিমার গার্ডেন রোজকে ২০ হাজার এবং গুলশান এলাকার ধানসিঁড়ি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। -বিজ্ঞপ্তি
×