ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাড়ে তিন কেজি স্বর্ণ চোরাচালান করে ১০ বছরের জেল

প্রকাশিত: ১০:৫৫, ১৪ মে ২০১৯

 সাড়ে তিন কেজি স্বর্ণ  চোরাচালান করে ১০ বছরের জেল

কোর্ট রিপোর্টার ॥ সাড়ে ৩ কেজি স্বর্ণ উদ্ধারের একটি মামলায় এক আসামির দশ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত। আসামির নাম মোঃ হাবিবুর রহমান (২৬)। গাজীপুর জেলার শ্রীপুর থানার মারতা গ্রামের মোঃ বাবুল হোসেনের ছেলে হাবিবুর এখন কারাগারে রয়েছেন। গতকাল সোমবার ঢাকার চার নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোঃ রবিউল আলম আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। মামলায় অভিযোগ আনা হয়, আসামি ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি দুপুরে ব্যাংকক থেকে থাই এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। তল্লাশি করে তার পায়ের হাঁটুর পেছনে এ্যাংলেট দ্বারা আটকানো ২৮ পিস স্বর্ণবার, প্যান্টের মানিব্যাগের মধ্যে ৬ পিস স্বর্ণের বার ও ঘারে ঝুলানো ব্যাগের ভেতর ১ পিস স্বর্ণবারসহ মোট ৩৫ পিস স্বর্ণবার পাওয়া যায়। এগুলোর মোট ওজন সাড়ে ৩ কেজি। রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের মামলায় ১৩ জন সাক্ষীর মধ্যে ৭ জন সাক্ষ্য দেন। আসামি নিজেও স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।
×