ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানি প্রতিরোধ

কমিটির অগ্রগতি জানতে চেয়েছে হাইকোর্ট

প্রকাশিত: ১০:৫৪, ১৪ মে ২০১৯

 কমিটির অগ্রগতি জানতে চেয়েছে হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ রায় অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের বিষয়ে সরকারের অগ্রগতি জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এদিকে সিলেটের পশ্চিম কাজীরবাজার সংলগ্ন সুরমা নদী থেকে বালু উত্তোলন, নদী ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ ও নদীতে আবর্জনা ফেলার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। লালমনিরহাটের পাটগ্রামে ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন’ অনুসারে আবেদনকারীদের জমি অধিগ্রহণ ব্যতীত হাঁসমারা খাল খনন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং আবেদনকারীদের কেন ক্ষতিপূরণ দেয়া হবে না -তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। অন্যদিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) সাবেক জেনারেল ম্যানেজার মোঃ রুহুল আমিনকে ঢাকার বিশেষ জজ আদালতের দেয়া জামিন বাতিল করেছে হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্টের এ আদেশ হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। রায় অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের বিষয়ে সরকারের অগ্রগতি জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিব, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্ট ১৮ জন বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
×