ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যৌন ধর্মঘট

প্রকাশিত: ১০:২২, ১৪ মে ২০১৯

 যৌন ধর্মঘট

অভিনেত্রী ও মি টু এ্যাক্টিভিস্ট এ্যালিসা মিলানো গর্ভপাতবিষয়ক একটি আইনের প্রতিবাদস্বরূপ নারীদের ‘সেক্স স্ট্রাইক’ বা ‘যৌন ধর্মঘটে’ অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। এক টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘মেয়েদের নিজেদের শরীরের ওপর আইনগত অধিকার না পাওয়া পর্যন্ত আমরা গর্ভধারণের ঝুঁকি নিতে পারি না।’ যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে সর্বশেষ জর্জিয়া গর্ভপাতের ওপর বিধিনিষেধ আরোপ করে আইন প্রণয়ন করেছে। তবে এর প্রতিবাদে যৌন সম্পর্ক থেকে বিরত থাকার যে আহ্বান মিলানো জানিয়েছেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কথিত ‘হার্ট-বিট বিল’ জর্জিয়ার গবর্নর ব্রায়ান ক্যাম্প সম্প্রতি স্বাক্ষর করেছেন। আগামী বছরের প্রথম দিন থেকে আইনটি কার্যকর হওয়ার কথা রয়েছে। এ বিলের প্রতিবাদে এ্যালিসা মিলানো টুইটবার্তায় লিখেছেন, ‘আমাদের প্রজনন অধিকার বিলুপ্ত হতে যাচ্ছে। যতদিন শরীরের ওপর নারীর আইনগত নিয়ন্ত্রণ না আসবে ততদিন আমরা গর্ভধারণের ঝুঁকি নিতে পারি না। শরীরের ওপর নিজের একচ্ছত্র অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত যৌন সম্পর্ক করা থেকে বিরত থেকে আমার সঙ্গে যোগ দিন।’ অভিনেত্রী মিলানো শনিবার টুইটটি করেছেন। তার তৈরি হ্যাশট্যাগ সেক্স স্ট্রাইক টুইটারে ইতোমধ্যে আলোচিত হয়েছে। প্রায় ৩৫ হাজার লাইক আর ১২ হাজার বার রি-টুইট হয়েছে তার টুইট। -বিবিসি
×