ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেয়েদের গ্রাম

প্রকাশিত: ১০:২১, ১৪ মে ২০১৯

 মেয়েদের গ্রাম

নতুন রকমের একটা জীবনের খোঁজে অনেক নারী মিলে তৈরি করেছেন নতুন এক ঠিকানা, যার নাম দেয়া হয়েছে জিনওয়ার। কুর্দিশ ভাষায় এর অর্থ ‘মেয়েদের জায়গা’। দুই বছর আগে উত্তর-পূর্ব সিরিয়ায় এই গ্রাম তৈরি করেন কুর্দী নারীরা। এই গ্রামে নারীরা সদাস্বাগত, শিশুরাও। ধর্ম, জাত ও রাজনৈতিক মতামতে কোন বাধা নেই সেখানে। কট্টর পরিবার, পারিবারিক কলহ বা বিবাদ আর গৃহযুদ্ধের বীভৎসতা পেরিয়ে এ গ্রামে ঠাঁই নিচ্ছেন অনেক নারী। এ গ্রামে আশ্রয় নেয়া ফাতেমা বলেন, নারীদের স্বাধীনতা কেড়ে নিয়েছেন যারা বা যারা ভাবেন, সমাজে নারীরা দুর্বল, তারা নিজেদের আর বাচ্চাদের সামলাতে পারেন না, সেসব ব্যক্তির মুখের ওপরে জবাব দিচ্ছে জিনওয়ার। নারীরা নিজের বাড়ি তৈরি করছেন। আমরা একটা গ্রাম তৈরি করেছি, শুধু কুর্দী নারীদের জন্য নয়। আরব, ইয়াজিদী এবং বিদেশী অনেক বন্ধুও আছে আমাদের সঙ্গে। দুই বছর আগে জিনওয়ার শুধু এক খণ্ড জমি ছিল। স্থানীয় কুর্দী নারীরা একজোট হয়ে সেখানে বসতি গড়ার পরিকল্পনা করেন। পাশে দাঁড়ায় আন্তর্জাতিক কিছু সংগঠনও। গড়ে তোলা হয় ৩০টি বাড়ি, একটা বেকারি আর এক দোকান। চাষের জন্যও রয়েছে কিছুটা জমি। -ইয়াহু নিউজ
×