ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংবর্ধনা পেল জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন নীলফামারীর মেয়েরা

প্রকাশিত: ০৯:২৫, ১৪ মে ২০১৯

সংবর্ধনা পেল জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন নীলফামারীর মেয়েরা

তাহমিন হক ববী, নীলফামারী থেকে ॥ শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসার ক্রীড়ায় মেয়েদের ক্রিকেটে চ্যাম্পিয়ান নীলফামারীর পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েদের সংবর্ধনা ও অনুদান প্রদান করেছেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। রবিবার স্কুল চত্বরে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসাদুজ্জামান নূর এমপি তার ব্যক্তিগত উদ্যোগে উক্ত স্কুলের ক্রিকেট টিমের মেয়েদের রজনীগন্ধা ফুল দিয়ে অভিনন্দন জানিয়ে ওই স্কুলের ১৪ ক্রিকেটারকে এক বছরের জন্য প্রতিমাসে এক হাজার করে টাকা প্রদানের ঘোষণা দেন। আর চলতি মে মাসের এক হাজার করে টাকা প্রদান করেন। নূর ঘোষণা করেন খেলাধুলার পাশাপাশি এই মেয়েরা লেখাপড়ায় মেধার বিষয়টি অক্ষুণœœ রাখে তাহলে তাদের সকল খরচ বহন করবেন তিনি নিজেই। নূরের এই ঘোষণায় স্কুলের মেয়েরা আনন্দে আপ্লুত হয়ে পড়ে। নূর বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ওপর জোর দিয়েছেন। শুধু জিপিএ-৫ পেলেই হবে না। নিজেদের মেধাশক্তিতে খেলাধুলা ও সংস্কৃতিকেও কাজে লাগাতে হবে। পঞ্চপুকুর স্কুলের ক্রিকেটের দলনেতা রাশিদা আক্তার নয়ন বলে এতদিন দেখে এসেছি মন্ত্রী ও এমপিদের সংবর্ধনা দেয়া হয়। এবার দেখলাম তার ভিন্নতা। আমাদের এলাকার জনপ্রিয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর আমাদের সংবর্ধনা দিলেন। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে আমাদের যে অনুদান প্রদান ও আগামীতে লেখাপড়ার জন্য খরচ বহনের ঘোষণা দিলেন এতে স্কুলের সকল মেয়েরাই অনুপ্রাণিত হলো। আগামীতে আমরা আরও ভাল কিছু করতে পারব। পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, সান্তনা চক্রবর্তী, সদর থানার ওসি মোমিনুল ইসলাম, ভিশন ২০২১-এর সমন্বয়নকারী ওয়াদুদ রহমান, স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। উল্লেখ্য, চলতি বছর বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয় ৪৮তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা।
×