ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লা লিগায় জয়ে ফিরল বার্সিলোনা

প্রকাশিত: ০৯:২৫, ১৪ মে ২০১৯

লা লিগায় জয়ে ফিরল বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ গত সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নেয় বার্সিলোনা। ইংলিশ ক্লাব লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে থেকেও দ্বিতীয় লেগে ৪-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়ে কাতালান ক্লাবটি। সেই ধাক্কা কাটিয়ে রবিবারই মাঠে নামে আর্নেস্টো ভালভার্ডের দল। স্প্যানিশ লা লিগার এই ম্যাচে বার্সিলোনার প্রতিপক্ষ ছিল গেটাফে। আরও আগেই শিরোপা নিশ্চিত করা বার্সিলোনা এদিন ২-০ গোলে পরাজিত করে তুলনামূলক খর্বশক্তির দল গেটাফেকে। ন্যুক্যাম্পের এই ম্যাচে আর্তুরো ভিদালের গোলের সঙ্গে একটা আত্মঘাতী গোলের সৌজন্যে খুব সহজেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা। স্প্যানিশ লীগের রীতি অনুযায়ী মৌসুম শেষ হওয়ার আগেই কোন দল যদি শিরোপা জয় নিশ্চিত করে তাহলে বাকি ম্যাচগুলোতে সম্মান জানাবে প্রতিপক্ষের খেলোয়াড়রা। যদিওবা এটা বাধ্যতামূলক নয়। প্রতিপক্ষ যদি ইচ্ছা করে তারা সম্মান জানাবে তাহলেই জানাতে পারবে, না জানালেও কোন সমস্যা হবে না। কিন্তু গত মৌসুমে বার্সিলোনা আগে শিরোপা নিশ্চিত করলেও ‘গার্ড অব অনার’ দেয়নি রিয়াল মাদ্রিদ। তবে রবিবার স্বাগতিক বার্সিলোনাকে ঠিকই গার্ড অব অনার দিয়েছে গেটাফে। লা লিগায় চলতি মৌসুমে ন্যুক্যাম্পের শেষ ম্যাচে এদিন শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে বার্সিলোনা। প্রথমার্ধের পুরোটা সময় বল নিজেদের দখলে রাখে তারা। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষের দিক পর্যন্ত। ম্যাচের ৩৯ মিনিটে আর্তুরো ভিদাল বার্সাকে প্রথম এগিয়ে দেন। ডি বক্সের বাইরে থেকে মেসির করা গোলমুখে শটটি হেডে গোলের চেষ্টা করেন ডিফেন্ডার জেরার্ড পিকে। তবে প্রতিপক্ষের গোলরক্ষক ডেভিড সোরিয়া ফিরিয়ে দিলে ফিরতি শটে গোল করেন চিলিয়ান তারকা ভিদাল। এর ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে বার্সা। দ্বিতীয়ার্ধে অবশ্য নিজেদের হারিয়ে খুঁজতে থাকে স্বাগতিক বার্সিলোনা। মাঝে মাঝে বেশ কটি গোলের চেষ্টা করলেও কাজে আসেনি। তবে ম্যাচের ৮৯ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় বার্সার। মেসির গোলমুখে করা শটটি প্রতিপক্ষ বাধা দিয়ে পাস দেন মিডফিল্ডার আলেনার কাছে। শটটি ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়ান মাওরো আরামবারি। ম্যাচের বাকি সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে বার্সা। ফলে আর গোল শোধ করতে পারেনি গেটাফে। এই জয়ে ৩৭ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় আছে বার্সা। সমান ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এ্যাটলেটিকো মাদ্রিদ। একইদিন রিয়াল সোসিয়েদাদের মাঠে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৮। অবস্থান লীগ টেবিলের তৃতীয় স্থানে। তবে বার্সার কাছে হারায় কপাল পুড়ছে গেটাফের। কেননা চার থেকে যে পাঁচে নেমে গেছে তারা। ৩৭ ম্যাচ থেকে এখন তাদের সংগ্রহ ৫৮ পয়েন্ট। চারে উঠে আসা ভ্যালেন্সিয়ারও পয়েন্ট সমান। যে কারণে শেষ ম্যাচে শুধু জয় পেলেও হবে না তাদের। বরং তাকিয়ে থাকতে হবে ভ্যালেন্সিয়ার ফলাফলের দিকেও। এদিকে কোপা ডেল’রে’র ফাইনালকে সামনে রেখে বার্সিলোনার প্রস্তুতিতে আরেকটি ধাক্কা ফিলিপ কুটিনহোর ইনজুরি। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অন্তত ১০ দিনের জন্য ব্রাজিলিয়ান তারকাকে মাঠের বাইরে কাটাতে হবে বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষে কুটিনহো নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। গেটাফের বিপক্ষে ম্যাচে ভাল খেললেও দ্বিতীয়ার্ধে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে ক্লাবের টুইটারে জানানো হয়, আগামী ১০ দিন কুটিনহোকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
×