ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্লাঙ্কেটের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের সত্যতা পায়নি আইসিসি

প্রকাশিত: ০৯:২৫, ১৪ মে ২০১৯

 প্লাঙ্কেটের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের সত্যতা পায়নি আইসিসি

স্পোর্টস রিপোর্টার ॥ সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড পেসার লিয়াম প্লাঙ্কেটের বিপক্ষে বল বিকৃতির অভিযোগ উঠেছিল। সবচেয়ে বেশি সামাজিক মাধ্যমে সরব ছিল ক্রিকেটপ্রেমীরা। এতে টনক নড়ে ঐ ম্যাচে অফিসিয়াল ও ক্রিকেটের প্রধান সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। দ্বিতীয় ওয়ানডের ভিডিও ফুটেজ নিয়ে বিভিন্ন পর্যালোচনা শুরু করে আইসিসি। পরে ঐ ম্যাচের ভিডিও খতিয়ে দেখে আইসিসি জানায়, ‘ম্যাচ রেফারি ও আম্পায়ারদের সঙ্গে আলোচনা করেছে আইসিসি। কিন্তু প্লাঙ্কেটের বিপক্ষে বল-বিকৃতির কোন অভিযোগ দেননি তারা। এছাড়া ভিডিওতে কোন প্রকার বল বিকৃতির কিছুই লক্ষ্য করা যায়নি।’ পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ৪২তম ওভারে আক্রমণে এসে প্লাঙ্কেট নখ দিয়ে বল ঘষা দিয়েছেন বলে সন্দেহ প্রকাশ করা হয়। কিন্তু ওভার শেষে ঐ সময় বলে কোন পরিবর্তন লক্ষ্য করেননি অন-ফিল্ড আম্পায়ার।
×