ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাদ্রিদের শিরোপা জোকোভিচের

প্রকাশিত: ০৯:২৩, ১৪ মে ২০১৯

 মাদ্রিদের শিরোপা জোকোভিচের

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ পর্যন্ত ক্লে-কোর্ট আসর মাদ্রিদ ওপেনে শিরোপা জিতেছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ। ফাইনালে তিনি গ্রিসের ২০ বছর বয়সী তরুণ স্টেফানোস সিতসিপাসকে সরাসরি ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে দেন। এটি মাদ্রিদে সার্বিয়ান তারকা জোকোভিচের তৃতীয় শিরোপা। আর ক্যারিয়ারের ৩৩তম মাস্টার্স-১০০০ আসরে চ্যাম্পিয়ন হলেন তিনি। এবার মাদ্রিদে ফাইনালের আগেই জোকোভিচের অন্যতম প্রতিদ্বন্দ্বিরা ছিটকে গেছেন। কোয়ার্টার ফাইনালে রজার ফেদেরার এবং সেমিফাইনালে ক্লে-কোর্টের রাজা রাফায়েল নাদাল অঘটনের শিকার হন। এ দু’জনের বিদায়ে এবার মাদ্রিদ মাস্টার্স শিরোপা যে জোকোভিচের হাতেই উঠতে চলেছে সেটা অনেকেই বিশ্বাস করেছিলেন। আর সিতসিপাস টানা দুই ম্যাচে তীব্র লড়াই করেছেন দুই বড় প্রতিপক্ষের বিরুদ্ধে। কোয়ার্টারে গতবার মাদ্রিদ চ্যাম্পিয়ন আলেক্সান্দার ভেরেভ এবং সেমিতে শক্তিশালী প্রতিপক্ষ নাদালের বিপক্ষে জয় তুলে নেন। আর সে কারণেই হয়তো ফাইনালে কিছুটা ক্লান্তই ছিলেন তিনি। তাই শিরোপা লড়াই হলেও প্রতিযোগিতাটা তেমন জমেনি। প্রথম সেটেই জোকোভিচ টানা ৩টি গেম জিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় গেমেই তিনি ব্রেক পয়েন্ট জিতেছিলেন। শুরুর এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেননি গ্রিক তরুণ। প্রথম সেটে হারের পর দ্বিতীয় সেটে ৪-৪ সমতায় ছিলেন। ভাল লড়াইয়ের ইঙ্গিত ছিল সেটি। কিন্তু নবম গেমে গিয়ে আবার ব্রেক পয়েন্ট জিতে সিতসিপাসকে আত্মসমর্পণে বাধ্য করেন জোকোভিচ। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানোর উপায় ছিল না। ম্যাচ হেরে যান সিতসিপাস ৬-৩, ৬-৪ সেটে। গত জানুয়ারিতে সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর গত তিন টুর্নামেন্টের মধ্যে মাদ্রিদেই শুধু কোয়ার্টার ফাইনাল পর্যায় পর্যন্ত (শেষ পর্যন্ত ফাইনাল) পৌঁছুতে পেরেছেন জোকোভিচ। আর জিতে নিয়েছেন শিরোপাই। এটি তার ক্যারিয়ারের ৭৪তম ট্যুর শিরোপা। তৃতীয় মাদ্রিদ শিরোপা জেতার পর জোকোভিচ বলেন, ‘এইটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ জয়। বিশেষ করে আমার আত্মবিশ্বাসের জন্য। অস্ট্রেলিয়ান ওপেনের পর আমি নিজের সেরা টেনিসটা উপহার দিতে পারছিলাম না। তাই আমি নিজের ছন্দটা ফিরে পেতে চাইছিলাম। এখানে আমি সম্ভবত আমার সেরা টেনিসের কিছুটা খেলতে পেরেছি। স্টেফানোস খুবই মেধাবী খেলোয়াড় এবং সে নাদালকে হারিয়ে ফাইনালে এসেছিল। তাই আমাকে নিজের সেরাটা জাগিয়ে তুলতেই হয়েছে।’ এর আগে গত আগস্টে সর্বশেষ রজার্স কাপে জোকোভিচের বিরুদ্ধে খেলেছিলেন সিতসিপাস এবং জিতের্ছিলেন। অস্ট্রেলিয়ান ওপেনেও ফেদেরারকে হারিয়েছিলেন এবং মাদ্রিদে নাদালকেও পরাস্ত করে এ গ্রিক তরুণ ক্রমেই ‘জায়ান্ট’ কিলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। সিতসিপাস বলেন, ‘জোকোভিচই এটার উপযুক্ত। তবে আমার দারুণ একটা সপ্তাহ গেছে। ভাল কিছু স্মৃতি এবং দুর্দান্ত কিছু সমর্থন নিয়ে আমি ফিরে যাচ্ছি।’
×