ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুম্বাইর সাফল্যে উচ্ছ্বসিত অধিনায়ক রোহিত

প্রকাশিত: ০৯:২২, ১৪ মে ২০১৯

মুম্বাইর সাফল্যে উচ্ছ্বসিত অধিনায়ক রোহিত

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) রুদ্ধশ্বাস ফাইনালে শক্তিধর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১ রানের নাটকীয় জয়ে শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মাত্র ১৪৯ রানের পুঁজি নিয়েও ইতিহাস গড়া সাফল্যের রূপকার বোলাররা। যেখানে শেষ ওভারের ‘নায়ক’ লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে চেন্নাইর প্রয়োজন ছিল ৯ রান, কিন্তু লঙ্কান তারকা পেসার দিয়েছেন ৭ রান। শেষ বলে উইকেট নিয়ে মুম্বাইকে ভাসিয়েছেন আনন্দের জোয়ারে। অধিনায়ক রোহিত শর্মা তাই বোলারদেরই বেশি কৃতিত্ব দিয়েছেন। এ নিয়ে রেকর্ড সর্বাধিক চতুর্থ শিরোপা জিতল মুম্বাই। ফ্র্যাঞ্চাইজিটি এর আগে এমন সাফল্য পেয়েছিল ২০১৩, ২০১৫, ২০১৭ মৌসুমে। ২০১০, ২০১১, ২০১৮, দ্বিতীয় সর্বাধিক তিনবার শিরোপা গেছে চেন্নাইর ঘরে। লীগপর্বে দুইবার, প্রথম কোয়ালিফায়ার ও ফাইনাল মিলিয়ে এবারের আসরে চেন্নাইকে মোট চারবার হারিয়েছে মুম্বাই। অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘এবারের আইপিএলে আমরা ভাল ক্রিকেট খেলেছি, যার বড় প্রমাণ এই শিরোপা। শুরুতে আমরা টুর্নামেন্টটিকে দুটি ভাগে ভাগ করার পরিকল্পনা করেছিলাম। প্রতিটা ম্যাচে প্রতিটা জিনিস আমরা একটা দল হিসেবে করার চেষ্টা করেছি। আমাদের স্কোয়াডে যে ২৫ ক্রিকেটার ছিল তারা সবাই কোন না কোন স্টেজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এমনকি কোচ রিকি পন্টিং আর পরামর্শক শচীন টেন্ডুলকরের কথাও আলাদা করে বলতে হবে। এই সাফল্যে সবারই অবদান রয়েছে। টুর্নামেন্টজুড়ে সঙ্গে থাকা সমর্থকদেরও অনেক ধন্যবাদ।’ এরপরই রুদ্ধশ্বাস ফাইনালের বোলিং নিয়ে কথা বলেন মুম্বাই অধিনায়ক, ‘সত্যি বলতে ১৪৯ রানের পুঁজি নিয়ে এদিন আমাদের বোলিং ছিল প্রত্যাশার চেয়ে ভাল। প্রয়োজনীয় মুহূর্তে বোলাররা উইকেট এনে দিয়েছে, আবার প্রতিপক্ষ ব্যাটসম্যানকে ক্রিজে বেঁধে রেখেছে। মালিঙ্গা একজন চ্যাম্পিয়ন বোলার। ও আমাদের জন্য বেশ কয়েক বছর ধরে সর্বোচ্চটা নিংড়ে দিচ্ছে।’ বহুল আলোচিত শেষ ওভারে মালিঙ্গার হাতে বল তুলে দেয়া প্রসঙ্গে মুম্বাই অধিনায়ক রোহিত বলেন, ‘একবার আমি হারদিক পা-িয়ার কথা ভাবছিলাম, কিন্তু আবার এমন একজনকে চাইছিলাম যে আগেও এমন পরিস্থিতিতে বল করেছে। অভিজ্ঞতার বিবেচনায় তাই শেষ পর্যন্ত মালিঙ্গাকেই বেছে নেই। আর ও যেটা করেছে তার তুলনা হয় না।’ এমন একটি আকর্ষণীয় টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে শিরোপা জিততে পেরে দারুণ খুশি রোহিত, ‘জাতীয় দল কিংবা আইপিএল, অধিনায়ক হিসেবে আমি প্রতিটি ম্যাচেই শেখার চেষ্টা করি। আর সাফল্যের মূল কৃতিত্বটা খেলোয়াড়দের, কারণ তাদের ভাল নৈপুণ্য ছাড়া কিছুই সম্ভব নয়। সব মিলিয়ে এমন একটা দলকে নেতৃত্ব দিতে পেরে আমি খুবই খুশি।’ এবারের আইপিএল ফাইনালে দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরা হয়েছেন জাসপ্রিত বুমরাহ। তার বোলিং ফিগার ৪-০-১৪-২। মুম্বাইয়ের শিরোপা জয়ে রেখেছেন অগ্রণী ভূমিকা। সঙ্গত কারণে সেরা খেলোয়াড় বেছে নেয়া হয়েছে তাকে। প্লে-অফে উঠতে পারেনি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে লীগজুড়ে অসাধারণ ব্যাটিং করে টুর্নামেন্টসেরার পুরস্কার জিতে নিয়েছেন দলটির ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। একনজরে এবারের আইপিএলে কে কি পুরস্কার পেলেন- চ্যাম্পিয়ন : মুম্বাই ইন্ডিয়ান্স, চতুর্থ শিরোপা, ২০ কোটি রুপী রানার্সআপ : চেন্নাই সুপার কিংস, সাড়ে ১২ কোটি রুপী ম্যান অব দ্য ফাইনাল : জাসপ্রিত বুমরাহ, মুম্বাই, ৫ লাখ রুপী ম্যান অব দ্য টুর্নামেন্ট : আন্দ্রে রাসেল, কলকাতা, ১০ লাখ রুপী সেরা উদীয়মান খেলোয়াড় : শুভমান গিল, কলকাতা, ১০ লাখ রপী সেরা ক্যাচ : কাইরন পোলার্ড, মুম্বাই, ১০ লাখ রুপী সেরা স্ট্রাইক রেট : আন্দ্রে রাসেল, কলকাতা, ১০ লাখ রুপী অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান সংগ্রহকারী) : ডেভিড ওয়ার্নার, ৬৯২ রান, হায়দরাবাদ, ১০ লাখ রুপী পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেট শিকারি) : ইমরান তাহির, ২৬ উইকেট, চেন্নাই, ১০ লাখ রুপী মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার : আন্দ্রে রাসেল, কলকাতা, ১০ লাখ রুপী ফেয়ার-প্লে ট্রফি : সানরাইজার্স হায়দরাবাদ, নগদ অর্থ নেই।
×