ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ানডে সিরিজও বাংলাদেশের কিশোরদের

প্রকাশিত: ০৯:২২, ১৪ মে ২০১৯

 ওয়ানডে সিরিজও বাংলাদেশের কিশোরদের

স্পোর্টস রিপোর্টার ॥ এক ম্যাচ হাতে রেখেই সফরকারী পাকিস্তান অনুর্ধ-১৬ ক্রিকেট দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতে গেছে বাংলাদেশ অনুর্ধ-১৬ ক্রিকেট দল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সোমবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাক কিশোরদের ১৭ রানে হারিয়ে দেয় স্বাগতিক বাংলাদেশী কিশোররা। এর ফলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে বাংলাদেশ অনুর্ধ-১৬ এ ভেন্যুতেই জিতেছিল ৮৯ রানে। একই ভেন্যুতে বুধবার তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, দুটি তিনদিনের ম্যাচের সিরিজেও ১-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশের কিশোররা। সোমবার টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের কিশোররা। ১১ রানে প্রথম উইকেট হারালেও পরের দিকের ব্যাটসম্যানদের দৃঢ়তায় ভাল সংগ্রহ পায় স্বাগতিকরা। ওপেনার মফিজুল ইসলাম রবিন ও আইচ মোল্লাহ অর্ধশতক হাঁকান। মফিজুল ১০২ বলে ৩ চার, ২ ছক্কায় সর্বোচ্চ ৬৯ ও আইচ ৫৬ বলে ২ চার, ৩ ছক্কায় ৫২ রান করেন। ৭ নম্বরে নেমে মাহফুজুর রহমান রাব্বি মাত্র ৩৪ বলে ৩ চার, ১ ছক্কায় ৪৪ এবং অধিনায়ক রিহাদ খান ৩১ বলে ২ চার ১ ছক্কায় ৩১ রানের দুটি অপরাজিত ইনিংস উপহার দিলে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৯ রান তোলে বাংলাদেশ। পাকদের পক্ষে আসীর মুঘল ও আলিয়ান মেহমুদ ২টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ৫৪ রানের উদ্বোধনী জুটি গড়ার পর ১ উইকেটে ১২৫ রান তুলে ফেলেছিল সফরকারী পাকরা। কিন্তু ওপেনার সামির সাকিব ৮৭ বলে ৩ চারে ৫৫ রান করার পর সাজঘরে ফিরলে ধস নামে তাদের ইনিংসে। পরে মুহাম্মদ ওয়াকাস ৩৮, উমর ইমান ৩৪ ও কাশিফ আলী ২৮ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪২ রান পর্যন্ত যেতে সক্ষম হয়েছে পাক কিশোরদের ইনিংসটি। মাহফুজুর রাব্বি ৫০ রানে ৩টি ও আশিকুর রহমান ৩৯ রানে ২টি উইকেট নেন। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হন মাহফুজুর রহমান রাব্বি।
×