ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে কাঠগড়ায় গুগল

প্রকাশিত: ০৯:১০, ১৪ মে ২০১৯

 ভারতে কাঠগড়ায়  গুগল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্ষমতা অপব্যবহারের অভিযোগে আবারও কাঠগড়ায় উঠেছে গুগল। সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের প্রাধান্য কারও অজানা নয়। আর এই প্রাধান্যই নাকি অপব্যবহার করেছে জায়ান্ট প্রতিষ্ঠানটি। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, সার্চ ইঞ্জিন হিসেবে নিজেদের প্রাধান্যের অপব্যবহার করে এ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমে প্রতিযোগীদের ব্লক করার অভিযোগ উঠেছে গুগলের বিরুদ্ধে। এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কমপিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই)। এর আগে ইউরোপেও নিজেদের ক্ষমতা অপব্যবহারের অভিযোগ উঠেছিল গুগলের বিরুদ্ধে।
×