ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সামনের চাকা ছাড়াই ৮৯ আরোহীসহ বিমানের সফল অবতরণ

প্রকাশিত: ০৮:৫০, ১৪ মে ২০১৯

 সামনের চাকা ছাড়াই ৮৯  আরোহীসহ বিমানের সফল অবতরণ

মিয়ানমারে ৮৯ আরোহীসহ একটি জেট বিমান সামনের চাকা কাজ না করলেও সফলতার সঙ্গে রানওয়েতে অবতরণ করেছে। মান্দালয় বিমানবন্দরে রবিবার বিমানটির সফল অবতরণের জন্য বৈমানিক প্রশংসিত হয়েছেন। এক কর্মকর্তা একথা বলেছেন। বিমানটি সফলভাবে অবতরণ করায় কেউ আহত হননি। মিয়ানমারে এক সপ্তাহের কম সময়ের মধ্যে বিমানের ইঞ্জিনে ত্রুটি সংক্রান্ত এটা দ্বিতীয় ঘটনা। মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইন্স ফ্লাইটের ইউবি ওয়ান ও থ্রি এমব্রায়ের হুয়ান নাইনটি মডেলের এ বিমানটি স্থানীয় সময় সকাল ৯টার দিকে মান্দালয় বিমানবন্দরে অবতরণের সময় এতে ৮২ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। মান্দালয় বিদেশী পর্যটকদের কাছে একটি জনপ্রিয় শহর। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিওতে দেখা যায়, বিমানের মাথা রানওয়েতে নিম্নমুখী হওয়ার আগে সাবলীলভাবে বিমানটি অবতরণ করে এবং ধীরভাবে থেমে যায়। মিয়ানমারের বেসামরিক বিমান চলাচল দফতরের উপমহাপরিচালক ইয়ে হটুট আউং বলেন, বিমানের চালক সামনের অবতরণ চাকা সক্রিয় করার জন্য বারবার চেষ্টা করেছেন। কিন্তু কাজ হয়নি। তিনি একে কারিগরি ত্রুটি বলে উল্লেখ করেন। তিনি বলেন, মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইন্সের পাঠানো প্রকৌশলীরা বিমানটি পরীক্ষা করবেন। এমব্রায়ের এক বিবৃতিতে বলেছে, তারা তদন্তে সহযোগিতার লক্ষ্যে বিমান চলাচল কর্তৃপক্ষকে পুরো সহযোগিতা দেয়ার প্রস্তাব দিচ্ছেন। বিমানের যাত্রী সোয়ি মোয়ি বলেন, আমরা অবতরণের সময় বিমান থেকে কিছু ধোঁয়া বেরিয়ে আসতে দেখেছি। -গার্ডিয়ান
×