ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাচারকালে ২০ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ০৮:৪৬, ১৪ মে ২০১৯

 পাচারকালে ২০ রোহিঙ্গা  আটক

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৩ মে ॥ উপজেলার ছনুয়া ইউনিয়নের ওপর দিয়ে সাগরপথে ইঞ্জিন চালিত নৌকাযোগে দালালের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে রবিবার রাতে ২০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় ছনুয়ার এক ইউপি সদস্যকে আটক করে স্থানীয় জনতা। পরে আটক রোহিঙ্গাদের দালালদের হাত থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে দেয়া হয়েছে। জানা গেছে, কুতুপালং শরণার্থী রোহিঙ্গা ক্যাম্প থেকে বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ১২ দালাল রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে প্রতারণার মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে শিশু, মহিলা, পুরুষসহ ২১ রোহিঙ্গা নাগরিককে গত শুক্রবার রাতে ক্যাম্প থেকে বের করে নিয়ে আসে। দালালরা হলেন, ছনুয়া ১নং ওয়ার্ডের মোহাম্মদ শফি, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ নেজাম উদ্দিন, নবী হোসেন, গোলাম কাদের, সরওয়ার, মোহাম্মদ হারুন ও আহমদ উল্লাহ। সংঘবদ্ধ হয়ে দালালেরা রোহিঙ্গা নাগরিকদের কাছ থেকে মালয়েশিয়া যাওয়ার চুক্তিভিত্তিক ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা করে প্রায় ৪ লাখ টাকা আদায় করে নেয়। পৌঁছার পর বাকি টাকা পরিশোধের মৌখিক চুক্তি হয়। শনিবার রাতে ছনুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে দালাল নবী হোসেন, ইসমাইল, নেজাম উদ্দিনের বসতঘরে রোহিঙ্গাদের রাত যাপনের ব্যবস্থা করেন। পাশাপাশি নারীদেরকে শারীরিক নির্যাতন করে বলেও অভিযোগ ওঠে। প্রতিবেশী লোকজন বিষয়টি বুঝতে পেরেও প্রকাশ করেনি।
×