ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে গৃহবধূ হত্যা মামলায় তিনজনের রিমান্ড

প্রকাশিত: ০৮:৪৬, ১৪ মে ২০১৯

 চট্টগ্রামে গৃহবধূ  হত্যা মামলায়  তিনজনের  রিমান্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার বলিরহাট এলাকায় গৃহবধূ বুবলি আক্তারকে গুলি করে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান খানের আদালত তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করে। জানা যায়, যে তিন আসামিকে রিমান্ডে নেয়া হচ্ছে তারা হলেন নবী হোসেন, মোহাম্মদ মুছা ও আহমদ কবির। এর মধ্যে শেষোক্ত দু’জনকে সোমবার ভোরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে এই তিনজনকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড প্রার্থনা করা হয়। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার রাতে বাকলিয়া থানার বলিরহাট এলাকায় বাসায় ঢুকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে গৃহবধূ বুবলি আক্তারকে। পূর্ব বিরোধের জের ধরে বুবলির ভাই রুবেলকে হত্যার জন্য গিয়েছিল স্থানীয় শাহ আলমের নেতৃত্বে একটি সশস্ত্র গ্রুপ। কিন্তু ভাইকে না পেয়ে বোনকে খুন করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনার পর তৎপর হয় পুলিশ প্রশাসন। রবিবার ভোরে কর্ণফুলী নদীর পাড় সংলগ্ন এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খুন হয় এই হত্যার ঘটনা দায়ের করা মামলায় প্রধান আসামি শাহ আলম।
×