ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন যাবত পানি নেই

প্রকাশিত: ০৮:৪৫, ১৪ মে ২০১৯

 ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৫  দিন যাবত  পানি নেই

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা ৫দিন যাবত পানি সরবরাহ বন্ধ থাকায় রোগীরা বিপাকে পড়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনগুলোতেও পানি নেই। গত বৃহস্পতিবার পানি সাপ্লাইয়ের পাম্প মেশিন অকেজো হওয়ার পর এ দুরবস্থার সৃষ্টি হয়। ৫ দিন পানি না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্স অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত হয়েছে। এ অবস্থায় অনেক ভর্তি রোগী সোমবার ছাড়পত্র নিয়ে ওই স্বাস্থ্য কমপ্লেক্স ছেড়ে গেছে বলে স্থানীয় সূত্র জানায়। এদিকে সিভিল সার্জন আব্দুর রাজ্জাক বলেন, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাম্প মেশিনটির কয়েল জ্বলে গেছে। এটা মেরামতে কিছুটা সময় লাগবে। আপাতত কাজ চালিয়ে নেয়ার জন্য সোমবার সেখানে দেড় হর্স পাওয়ারের একটি পাম্প মেশিন পাঠানো হয়েছে। এর দ্বারা পানির চাহিদা পুরোপুরি না হলেও অনেকটা পূরণ হবে। এর পর আগের মেশিনটি মেরামত করে সেখানে স্থাপন করা হবে। ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামাল মিয়া শোভন জানান, বৃহস্পতিবার বিকেলে পাম্পটি অকেজো হয়ে পড়ে। এর পর উর্ধতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়। পানি না থাকায় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রোগীদের চিকিৎসা দিতে মারাত্মক অসুবিধার সম্মুখীন হয়। খাবার পানি ও বাথরুমে পানি ব্যবহারের জন্য রোগীরা নিচের নলকূপ থেকে পানি সংগ্রহ করেন। ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগী সেলিম শেখ (৪০) জানান, এখানে বয়স্ক রোগীরাও ভর্তি আছেন। পানি না থাকায় সকল রোগী ও রোগীর সঙ্গে থাকা স্বজনদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিচের টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করে কোনমতে বাথরুমে ব্যবহার করতে হচ্ছে।
×