ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তাগাছায় শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

প্রকাশিত: ০৮:৪৩, ১৪ মে ২০১৯

 মুক্তাগাছায় শিশু  হত্যা মামলায়  একজনের  মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ মুক্তাগাছায় শিশু মারুফ হত্যা মামলায় রাকীবুল ইসলামকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হেলাল উদ্দিন সোমবার এই আদেশ দিয়েছেন। আদালত সূত্র জানায়, গত ২০১৩ সালের ১৯ অক্টোবর সন্ধ্যায় মুক্তাগাছা উপজেলার পাইকা শিমুল গ্রামের আরব আলীর স্কুল পড়ুয়া পুত্র মারুফকে পাখি ধরার কথা বলে বাড়ির কাছে পুকুর পাড়ে নিয়ে জবাই করে হত্যার পর লাশ বস্তায় ভরে জঙ্গলে লুকিয়ে রাখে তারই ফুফাত ভাই রাকীবুল ইসলাম। জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকা-ের ঘটনায় আরব আলীর স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে রাকীবুলসহ ৩ জনকে আসামি করে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন। কুষ্টিয়ায় দম্পতির যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, একটি মাদক (হেরোইন) মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদ্বয়ের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলো, কুমারখালী উপজেলার খোদ্দভালুকা গ্রামের হবিবর (৫০) ও তার স্ত্রী জোছনা খাতুন (৪২)। আদালত সূত্র জানায়, ২০১৭ সালে ২৯ আগস্ট সকালে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল কুমারাখালী উপজেলার খোদ্দভালুকা গ্রামে হবিবরের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় ঘরের ভেতর বিছানার নিচ থেকে ৫০ গ্রাম হেরোইনের একটি প্যাকেটসহ হেরোইন মাপার নিক্তি উদ্ধার করা হয়। কুমিল্লায় দুই আসামি নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, সদর দক্ষিণে নিলুফা আক্তার নামে এক কিশোরীকে ধর্ষণের পর শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে আদালত। সোমবার দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক এম.এ আউয়াল এ আদেশ দেন। দ-প্রাপ্ত আবু তালেব কারাগারে বন্দী রয়েছেন এবং অপর আসামি জ্যোৎ স্না বেগম পলাতক রয়েছেন।
×