ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ট্রাক খাদে ॥ দুই ভাই নিহত

প্রকাশিত: ০৮:৪১, ১৪ মে ২০১৯

 রাজশাহীতে ট্রাক খাদে ॥  দুই ভাই নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মোহনপুরে ধানবোঝাই একটি মিনিট্রাক খাদে পড়ে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ড্রাইভারসহ দুইজন। সোমবার সকালে মোহনপুর মেডিক্যাল মোড়ে এ হতাহতদের ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার পলান সরকারের ছেলে মোহন ও তার চাচাত ভাই রাশেদ। এ ঘটনায় আহতরা হলেন, একই এলাকার শাহজাহানের ছেলে শফিকুল ইসলাম ও ট্রাকের ড্রাইভার জামাল সরকারের ছেলে সাগর হোসেন। মোহনপুর থানার ওসি আবুল হোসেন জানান, সোমবার সকালে ধান বোঝাই মিনিট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। ট্রাকটি মোহনপুর মেডিক্যাল মোড়ে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোহন ও রাশেদের মৃত্যু হয়। তারা ট্রাকে থাকা ধানের বস্তার ওপর বসেছিলেন। নীলফামারীতে বৃদ্ধা স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, বড় মেয়ে জামাইয়ের বাড়ি হতে নিজবাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পরীনা বেওয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ সময় আহত হয় ওই বৃদ্ধার মেজ মেয়ে তাহেরা বেগম ও নাতি তারিক। রবিবার রাত ৯টার দিকে নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানির বুড়িহাট নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধা ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ গয়াবাড়ী গ্রামের মৃত বহর উদ্দিনের স্ত্রী। লালমনিরহাটে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট থেকে জানান, জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের গুরাতিপাড়া এলাকার মহাসড়কে সোমবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ঘরে ঢুকে পড়ে। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে রোকেয়া বেগম (৪৫) নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন লাভলী খাতুন ও লতিফা বেগম নামে তার দুই মেয়ে। নিহত গৃহবধূ ওই গ্রামের লতিফ মিয়ার স্ত্রী বলে জানা গেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, কুষ্টিয়া থেকে বুড়িমারীগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গুরাতিপাড়া এলাকার মহাসড়কের পাশে আধাপাকা বাড়ি ভেঙ্গে ভেতরে ঢুকে পড়লে ঘটনাস্থলেই গৃহবধূ রোকেয়া বেগমের মৃত্যু হয়। এসময় ঘরের ভেতরে থাকা তার দুই মেয়ে আহত হন। টাঙ্গাইলে কলেজছাত্র নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, দেলদুয়ারে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে শামিমা আক্তার বিথী (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় ২ জন আহত হয়। সোমবার দুপুরের দিকে উপজেলার আটিয়া মিল্ক ভিটা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামিমা আক্তার উপজেলার ঝুনকাই গ্রামের শওকত মল্লিকের মেয়ে এবং সে উপজেলার আটিয়া মহিলা মহাবিদ্যালয়ের এবারের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। জানা গেছে, দেলদুয়ার থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি সিএনজি উপজেলার আটিয়া মিল্ক ভিটা রোড এলাকায় পৌঁছালে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা দেলদুয়ারগামী অপর একটি সিএনজির মুখোমুখী সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই এক এইচএসসি পরীক্ষার্থী নিহত এবং ২ জন আহত হয়। চুয়াডাঙ্গায় নারী নিজস্ব সংবাদদাতা চুয়াডাঙ্গা থেকে জানান, সদর উপজেলার জাফরপুরে সড়ক দুর্ঘটনায় অপরিচিত (৪০) এক নারী নিহত হয়েছেন। সোমবার ভোরে এক দুর্ঘটনায় নারী নিহত হন বলে পুলিশ জানিয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শামীম কবীর জানান, ভোরে টহল পুলিশের সদস্যরা রক্তাক্ত মৃতদেহটি হাসপাতালে রেখে চলে যায়। নিহতের মাথার একাংশ থেঁতলে যাওয়া ও শরীরের বেশকিছু স্থানে দাগ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। যশোরে স্কুলছাত্র স্টাফ রিপোর্টার যশোর থেকে জানান, ট্রাকের ধাক্কায় ইমতিয়াজ হোসেন (১৬) নামে একজন স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের সাতমাইল বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমতিয়াজ যশোর সদরের সাতমাইল আব্দুল বারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ত। সে সাতমাইল বাজারের বাসিন্দা জুলফিকার আলীর ছেলে।
×